এক্সপ্লোর
কবাডি মাস্টার্সের প্রথম ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত

ছবি সৌজন্যে ট্যুইটার
দুবাই: পাকিস্তানকে বিধ্বস্ত করে কবাডি মাস্টার্স প্রতিযোগিতায় অভিযান শুরু করল ফেভারিট ভারত। ম্যাচের ফল ৩৬-২০। দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন ভারতের অধিনায়ক অজয় ঠাকুর। ৬-দলীয় এই প্রতিযোগিতায় আগামীকাল কেনিয়ার মুখোমুখি হবে ভারত। এই ম্যাচে প্রথমার্ধের শেষে ২২-৯ এগিয়েছিল ভারতীয় দল। দ্বিতীয়ার্ধে কিছুটা লড়াই করে পাকিস্তান। তবে তাতে ভারতের জয় আটকায়নি। ম্যাচের পর অজয়ের প্রশংসা করে ভারতের কোচ শ্রীনিবাস রেড্ডি বলেছেন, ‘ও শুরুতেই পাকিস্তানের দু’টি কর্নার ভেঙে দেয় এবং রক্ষণ গুঁড়িয়ে দেয়।’ এই ম্যাচে হাজির ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিংহ রাঠৌর ও বলিউড তারকা অভিষেক বচ্চন। ট্রফি উন্মোচন করেন রাজ্যবর্ধন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















