IND U19 vs AUS U19 Live: ৯৬ রানে ক্যাঙ্গারু বধ, যুব বিশ্বকাপের ফাইনালে ভারত
IND U19 vs AUS U19 Semi Final Match: সেমিতে সামনে অস্ট্রেলিয়া। টুর্নামেন্টের শুরুত করোনা আক্রান্ত হয়েছিলেন অধিনায়ক যশ সহ আরো ৩ ক্রিকেটার। কিন্তু তাঁরা প্রত্যেকেই ধীরে ধীরে সেরে উঠেছেন।

Background
অ্যান্টিগা: যুব বিশ্বকাপের সেমিতে (semifinal) পৌঁছে গিয়েছে ভারতীয় দল। বাংলাদেশকে (bangladesh) হারিয়ে শেষ চারে পৌঁছেছিল যশ ধূলের (yash dhull) দল। সেমিতে সামনে অস্ট্রেলিয়া (australia)। টুর্নামেন্টের শুরুত করোনা আক্রান্ত হয়েছিলেন অধিনায়ক যশ সহ আরো ৩ ক্রিকেটার। কিন্তু তাঁরা প্রত্যেকেই ধীরে ধীরে সেরে উঠেছেন। ফলে অজিদের বিরুদ্ধে নিজেদের পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামবে ভারত (indian cricket team)। আগের বার ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে হেরে স্বপ্ন ভঙ্গ হয়েছিল। এবার সেই টাইগারদের হারিয়ে প্রতিশােধ নেওয়া হয়েছে। এবার লক্ষ্য অজি বধ।
বাংলার পেসারের আগুনে স্পেলেই কোয়ার্টার ফাইনালে বিপর্যয় নেমেছিল বাংলাদেশ শিবিরে। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে শনিবার ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে মাত্র ১১১ রান করে অল আউট হয়ে যায় বাংলাদেশ। ভারতের হয়ে আগুনে বোলিং করলেন বাংলার রবি কুমার। যাঁর প্রথম স্পেলের পরিসংখ্যান ৫-১-৫-৩। রবির প্রথম স্পেল বাংলাদেশ ব্যাটিংয়ের কোমর ভেঙে দেয়। পরপর ফিরে যান মেহফিজুল ইসলাম (২), ইফতেকার হোসেন (১) ও প্রান্তিক নাবিল (৭)। শেষ পর্যন্ত ৩৭.১ ওভারে মাত্র ১১১ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ১১৫ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় ভারত ৫ উইকেট হারিয়ে।
IND U19 vs AUS U19 Semi Final: অজি বধ করে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ভারত
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ভারত। সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৯৬ রানে হারিয়ে দিল তারা।
IND U19 vs AUS U19 Semi Final: যুব বিশ্বকাপের ফাইনালে পৌঁছোতে ভারতের চাই ১ উইকেট
৯ উইকেটের পতন অস্ট্রেলিয়া। আর মাত্র ১ উইকেট তুলে নিলেই যুব বিশ্বকাপের ফাইনালে চলে যাবে ভারত।






















