Ind vs Aus, 2nd ODI: দ্বিতীয় ম্যাচে ৫১ রানে হার, একদিনের সিরিজ খোয়াল ভারত
Virat Kohli completes 22,000 international runs. | আন্তর্জাতিক ক্রিকেটে ২২,০০০ রান বিরাট কোহলির।
স্মিথ ফিরে যাওয়ার পর শেষদিকে অস্ট্রেলিয়ার ইনিংসের হাল ধরেন গ্লেন ম্যাক্সওয়েল ও মার্নাস লাবুশেন। তাঁরা দলকে রানের পাহাড়ে নিয়ে যান। লাবুশেন শেষপর্যন্ত ৭০ রান করে আউট হন। তবে ম্যাক্সওয়েল ২৯ বলে ৬৩ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল চারটি বাউন্ডারি ও চারটি ছক্কা।
ভারতের কোনও বোলারই উল্লেখযোগ্য পারফরম্যান্স দেখাতে পারেননি। সাতজন বোলারকে আক্রমণে আনেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। সবাই প্রচুর রান দেন। মহম্মদ শামি ৯ ওভারে ৭৩ রান দেন। তিনি একটি উইকেট নেন। জসপ্রীত বুমরাহ ১০ ওভারে ৭৯ রান দিয়ে একটি উইকেট নেন। নবদীপ সাইনি ৭ ওভারে ৭০ রান দেন। যুজবেন্দ্র চাহল ৯ ওভারে ৭১ রান দেন। তিনি কোনও উইকেট পাননি। রবীন্দ্র জাডেজা কিছুটা কম রান দেন। তিনি ১০ ওভারে দেন ৬০ রান। কোনও উইকেট পাননি। ময়ঙ্ক অগ্রবাল এক ওভার বল করে ১০ রান দেন। হার্দিক পাণ্ড্য বেশি রান দেননি। তিনি ৪ ওভার বল করে ২৪ রান দেন। একটি উইকেট নেন হার্দিক।
রান তাড়া করতে নেমে ভারতীয় দলের শুরুটা খারাপ হয়নি। দুই ওপেনার ময়ঙ্ক অগ্রবাল (২৮) ও শিখর ধবন (৩০) কিছুটা লড়াই করেন। তিন নম্বরে নামা বিরাট অস্ট্রেলিয়াকে পাল্টা চাপে ফেলে দেওয়ার চেষ্টা করেন। তিনি সাতটি বাউন্ডারি ও দু’টি ছক্কা মারেন। চার নম্বরে নামা শ্রেয়স আয়ার করেন ৩৮ রান। পাঁচ নম্বরে নেমে ভাল খেলেন কে এল রাহুল (৭৬)। তিনি চারটি বাউন্ডারি ও পাঁচটি ছক্কা মারেন। হার্দিক পাণ্ড্য ও রবীন্দ্র জাডেজা শেষদিকে কিছুটা লড়াই করেন। কিন্তু ৪৭-তম ওভারে পরপর দু’বলে তাঁদের ফিরিয়ে দিয়ে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন প্যাট কামিন্স। জাডেজা ১১ বলে ২৪ এবং হার্দিক ৩১ বলে ২৮ রান করেন। শামি ১ রান করেন। বুমরাহ কোনও রান করতে পারেননি। নবদীপ ১০ ও চাহল ৪ রানে অপরাজিত থাকেন। অস্ট্রেলিয়ার হয়ে ৩ উইকেট নেন কামিন্স। দু’টি করে উইকেট নেন জশ হ্যাজেলউড ও অ্যাডাম জাম্পা। একটি করে উইকেট নেন মোজেস হেনরিক্স ও ম্যাক্সওয়েল।