(Source: Poll of Polls)
IND vs AUS: আজ নির্ণায়ক ম্যাচে মুখোমুখি রোহিত-ফিঞ্চ বাহিনী, কখন, কোথায় দেখবেন ম্যাচ?
IND vs AUS T20: গত ম্যাচে ভারতীয় একাদশে সুযোগ পেলেও তৃতীয় টি-টোয়েন্টিতে সম্ভবত বাদ পড়তে পারেন ঋষভ পন্থ। এছাড়াও বোলিং লাইন আপেও বদল আসতে পারে।
হায়দরাবাদ: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আজ মাঠে নামতে চলেছে রোহিত বাহিনী। প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। আজ শেষ ম্যাচে যে জিতবে সেই দলই টি-টোয়েন্টি সিরিজে জয় ছিনিয়ে নেবে। গত ম্যাচে ভারতীয় একাদশে সুযোগ পেলেও তৃতীয় টি-টোয়েন্টিতে সম্ভবত বাদ পড়তে পারেন ঋষভ পন্থ। কেমন হতে পারে এই ম্যাচে ভারতীয় একাদশ?
ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ কবে?
২৫ সেপ্টেম্বর, রবিবার এই ম্যাচটি আয়োজিত হতে চলেছে।
কোথায় হবে খেলা?
কখন শুরু ভারত-অস্ট্রেলিয়া ম্যাচটি?
ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৭.৩০টা নাগাদই ভারত-অস্ট্রেলিয়া ম্যাচটি অনুষ্ঠিত হবে। টস হওয়ার কথা তার আধ ঘণ্টা আগে অর্থাৎ সন্ধ্যা ৭টা নাগাদ।
কোথায় দেখা যাবে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচটি?
স্টার স্পোটর্স নেটওয়ার্কে দেখা যাবে এই ম্যাচটি
অনলাইনে কীভাবে দেখবেন এই ম্যাচ?
অনলাইনে হটস্টার অ্যাপে দর্শকরা ভারত-অস্ট্রেলিয়া এই ম্য়াচটি দেখতে পারবেন
এশিয়া কাপের ফাইনালে উঠতে পারেনি ভারতীয় দল। দলের বোলিং লাইন আপে ভুলভ্রান্তি শুধরে নেওয়াই ছিল লক্ষ্য এই সিরিজে। আজকের ম্যাচে জিতে সিরিজ জিতে নিতে মরিয়া থাকবে রোহিত বাহিনী। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আর শুধুমাত্র দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজ খেলবে ভারতীয় দল।
চোট সারিয়ে বুমরা দলে ফেরাই খুশি রোহিত। ম্যাচ জিতে তিনি বলেন, 'পিঠের চোট কিন্তু দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে। ও (বুমরা) দুই মাস পরে ভারতীয় দলে ফিরেছে। তাই ও কেমন বল করেছে না করেছে, সেই নিয়ে আমি খুব বেশি পর্যলোচনা করতে চাই না। আমাদের একটি গুরুত্বপূর্ণ উইকেট এনে দিয়েছে ও। দলগতভাবে এখনই ওর পারফরম্যান্স নিয়ে চর্চা করার খুব বেশি দরকার নেই। আমরা চাই আপাতত ও যেন মাঠে নেমে নিজের খেলাটা উপভোগ করে।' আরেক ফাস্ট বোলার হর্ষল পটেলও এদিন দুই ওভারে ৩২ রান খরচ করেন।
পরপর দুই ম্যাচে হর্ষলের এহেন পারফরম্যান্স নিয়েও কিন্তু সমালোচনা শুরু হয়েছে। তবে রোহিত কিন্তু হর্ষলের পাশেই দাঁড়াচ্ছেন। তাঁর দাবি অস্ট্রেলিয়ার ইনিংসের শেষের দিকে শিশির পড়তে শুরু করায় হর্ষলের বল নিয়ন্ত্রণ করতে সমস্যা হচ্ছিল। এর ফলেই তিনি বেশ কয়েকটি ফুলটস বল করে বসেন। প্রসঙ্গত, দলের হয়ে ব্য়াটে নেমেই ছয় ও চার মেরে দলকে ম্যাচ জেতান দীনেশ কার্তিক। ফিনিশার হিসাবে নিজের ভূমিকা পালনে সফল হলেও, জয়ের জন্য কার্তিক কিন্তু পুরো কৃতিত্বটাই রোহিতকেই দিচ্ছেন।