এক্সপ্লোর
দেখুন: ম্যাচের কিছু মুহূর্তের ঝলক- স্টিভ স্মিথের আউট, রাহানের দুরন্ত ক্যাচ, ভুবি-উমেশের বাউন্সারে নাস্তানাবুদ অসি ব্যাটসম্যানরা

নয়াদিল্লি: ধর্মশালায় চলতি সিরিজের চতুর্থ তথা শেষ টেস্টে জয়ের হাতছানি ভারতের সামনে। এই ম্যাচ জিতলেই গাওস্কর-বর্ডার ট্রফি জয়ী হবে ভারত। ম্যাচের তৃতীয় দিন ভারতীয় বোলিং আক্রমণের সামনে ধরাশায়ী হল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৩৭ রানে অল আউট হয়ে যায় সফরকারীরা। ইনিংসের শুরুতেই বলে আগুন ঝরাতে শুরু করেন ভারতের দুই পেসার ভুবনেশ্বর কুমার ও উমেশ যাদব। তাঁদের বাউন্সারে নাস্তানাবুদ অসি ব্যাটসম্যানরা। অন ফর্ম ব্যাটসম্যান অসি অধিনায়ক স্টিভ স্মিথকে ভুবি আউট করলেন বাউন্সারের ফাঁদে ফেলেই। ভুবির শর্ট ডেলিভারে পুল করতে গিয়ে স্ট্যাম্পে টেনে আউট হলেন স্মিথ। ওই বলের আগে একের পর এক বাউন্সার দিয়ে অসি কিপারকে তটস্থ করে রেখেছিলেন ভুবি।
অসাধারণ ফিল্ডিংয়ের নমুনা অধিনায়র রাহানের। অশ্বিনের বলে দুরন্ত ক্যাচ তালুবন্দী করে ফেরালেন হ্যান্ডসকোম্বকে। ভুবি-উমেশের বাউন্সারে নাজেহাল হলেন অসি ব্যাটসম্যানরা। খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















