এক্সপ্লোর
Advertisement
Ravi Shastri on Rahane: বিরাট মুখের ওপর জবাব দিয়ে দেবে, রাহানে অনেক শান্ত, দুই অধিনায়ককে নিয়ে বললেন কোচ শাস্ত্রী
পরের টেস্টের দলে যোগ দিচ্ছেন রোহিত শর্মা| তাহলে কি মায়াঙ্ক অগ্রবালকে বসিয়ে রোহিতকে খেলানো হবে? শাস্ত্রী বলছেন, 'রোহিত কাল দলের সঙ্গে যোগ দেবে| ও কয়েকদিন কোয়ারেন্টিনে কাটিয়েছে| ওর সঙ্গে কথা বলব| দেখতে হবে ও নিজে কেমন অনুভব করছে| সেই অনুযায়ী সিদ্ধান্ত নেব|'
কলকাতা: মাত্র ৩৬ রানে অল আউটের লজ্জা| ৮ উইকেটে হার| অ্যাডিলেডে এক রাশ যন্ত্রণা নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল ভারতীয় ক্রিকেটারদের|
মাত্র এক সপ্তাহের মধ্যে উলটপুরাণ| মেলবোর্নে বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে যেন শাপমোচন করল টিম ইন্ডিয়া| কিছুটা হলেও সম্মান পুনরুদ্ধার করল| আর ভারতের জয়ের অন্যতম নায়ক হয়ে রইলেন অজিঙ্ক রাহানে| নিয়মিত অধিনায়ক বিরাট কোহলির অনুপস্থিতিতে যাঁর কাঁধে ছিল নেতৃত্বের গুরুদায়িত্ব| আর সেই দায়িত্ব সামলে রাহানে শুধু দলকে ঝকঝকে সেঞ্চুরি করে দলকে জেতালেনই না, সামনে থেকে নেতৃত্ব দিলেন| রাহানের নেতৃত্বের প্রশংসায় পঞ্চমুখ সকলে| ব্যতিক্রমী নন রবি শাস্ত্রীও|
ভারতীয় দলের কোচ হওয়ার পর থেকে ক্যাপ্টেন কোহলির সঙ্গেই বেশিদিন কাটিয়েছেন শাস্ত্রী| কোহলির সঙ্গে তাঁর রসায়ন নিয়ে ভারতীয় ক্রিকেট মহলের সকলেই ওয়াকিবহাল| এমনকী, অনিল কুম্বলেকে সরিয়ে কোচ শাস্ত্রীর প্রত্যাবর্তনের নেপথ্যেও অন্যতম প্রধান ভূমিকা ছিল কোহলির|
মেলবোর্নে জয়ের পর শাস্ত্রীকে অধিনায়ক রাহানের মূল্যায়ণ করতে বসতে হল| কোহলি আর রাহানের নেতৃত্বের পার্থক্য কী দেখলেন? এবিপি আনন্দের প্রশ্নে মেলবোর্ন থেকে জুম কলে শাস্ত্রী বললেন, 'দুজনই খেলাটা দারুণ বোঝে| দুজনই ম্যাচের পরিস্থিতি ভাল বোঝে| বিরাট খেলাটা নিয়ে ভীষণ আবেগপ্রবণ| অন্যদিকে অজিঙ্ক খুব শান্ত, নির্লিপ্ত| এটাই ওদের দুজনের চরিত্র|'
মাঠে বিরাটের আগ্রাসন নিয়ে অনেক চর্চা হয়| কঠিন পরিস্থিতিতে সেঞ্চুরির পর কখনও হেলমেট খুলে হুঙ্কার দেন, কখনও আবার গ্যালারিতে বসে থাকা অনুষ্কার দিকে ছুড়ে দেন চুম্বন| মেলবোর্নে ম্যাচের মোড় ঘোরানো সেঞ্চুরি করে রাহানে অবশ্য আগ্রাসী কোনও উৎসব করেননি| শাস্ত্রী বলছেন, 'বিরাট মুখের ওপর জবাব দেবে| রাহানে বসে শান্তভাবে ভাববে| তবে ভেতরে ভেতরে ও জানে ওর কী লক্ষ্য, কার কাছে কী চায়|'
পরের টেস্টের দলে যোগ দিচ্ছেন রোহিত শর্মা| তাহলে কি মায়াঙ্ক অগ্রবালকে বসিয়ে রোহিতকে খেলানো হবে? শাস্ত্রী বলছেন, 'রোহিত কাল দলের সঙ্গে যোগ দেবে| ও কয়েকদিন কোয়ারেন্টিনে কাটিয়েছে| ওর সঙ্গে কথা বলব| দেখতে হবে ও নিজে কেমন অনুভব করছে| সেই অনুযায়ী সিদ্ধান্ত নেব|'
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
পুজো পরব
জেলার
খবর
জেলার
Advertisement