এক্সপ্লোর
Advertisement
India vs Australia ODI: গ্যালারিতে অস্ট্রেলীয় তরুণীকে বিয়ের প্রস্তাব ভারতীয় তরুণের, সম্মতি পেতেই আলিঙ্গন-চুম্বন, আপ্লুত ম্যাক্সওয়েলও
মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ বাঁচাতে তখন লড়াই করছেন বিরাট কোহলিরা। স্টিভ স্মিথদের বিরুদ্ধে ম্যাচ জিততে ৩৯০ রান তাড়া করছেন কোহলিরা। সেই দ্বৈরথ উপভোগ করার ফাঁকেই জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা নিয়ে ফেললেন এক ভারতীয় তরুণ। অস্ট্রেলীয় প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিলেন। এবং একেবারে ফিল্মি কায়দায়।
সিডনি: করোনা পরিস্থিতিতে আইপিএলের মতো হাই প্রোফাইল টুর্নামেন্ট হয়েছে দর্শকশূন্য স্টেডিয়ামে। ভারত-অস্ট্রেলিয়া সিরিজে অবশ্য গ্যালারিতে দর্শক ফিরেছে। আর সেই সঙ্গে ফিরেছে সমর্থকদের উন্মাদনাও। খেলা যে অনেক সময় জীবনের অঙ্গ হয়ে ওঠে, রবিবার সেই প্রমাণ ফের দিলেন এক ভারতীয় যুবক। গ্যালারিতেই প্রেম নিবেদন করলেন অস্ট্রেলীয় যুবতীকে!
মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ বাঁচাতে তখন লড়াই করছেন বিরাট কোহলিরা। স্টিভ স্মিথদের বিরুদ্ধে ম্যাচ জিততে ৩৯০ রান তাড়া করছেন কোহলিরা। সেই দ্বৈরথ উপভোগ করার ফাঁকেই জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা নিয়ে ফেললেন এক ভারতীয় তরুণ। অস্ট্রেলীয় প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিলেন। এবং একেবারে ফিল্মি কায়দায়।
ভারতীয় তরুণের পরনে ছিল কোহলিদের নীল জার্সি। তরুণী পরেছিলেন অস্ট্রেলিয়ার হলুদ জার্সি। ভারতের ব্যাটিং চলাকালীন আচমকাই ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলের ক্যামেরায় ধরা পড়ে, ভারতীয় তরুণ তাঁর প্রেমিকার সামনে হাঁটু মুড়ে বসে আংটি দিচ্ছেন। অজি তরুণী আংটি নিতেই গ্যালারিতে হাততালির ঝড়। তরুণ আলিঙ্গন করেন প্রেমিকাকে। দুজনকে চুম্বন করতেও দেখা যায়। সেই দৃশ্য দেখে মাঠে হাততালি দিতে থাকেন অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েল।
সেই ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় এমনও লেখেন যে, মাঠের বাইরে ম্যাচ জিতেছে ভারতই।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement