এক্সপ্লোর
Advertisement
সিরিজের বাকি দুই টেস্টে রাহানের ডেপুটি রোহিত, উমেশের জায়গায় দলে নটরাজন
১৮ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন পর্ব শেষ করে অস্ট্রেলিয়ায় সফরকারী ভারতীয় দলে যোগ গিয়েছেন রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের বাকি দুটি ম্যাচে তাঁকে সহ অধিনায়ক করা হল। ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি পিতৃত্বকালীন ছুটিতে প্রথম টেস্ট খেলে দেশে ফিরেছেন।
সিডনি: ১৮ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন পর্ব শেষ করে অস্ট্রেলিয়ায় সফরকারী ভারতীয় দলে যোগ গিয়েছেন রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের বাকি দুটি ম্যাচে তাঁকে সহ অধিনায়ক করা হল। ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি পিতৃত্বকালীন ছুটিতে প্রথম টেস্ট খেলে দেশে ফিরেছেন। তাঁর জায়গায় অধিনায়কের দায়িত্ব সামলাচ্ছেন আজিঙ্কা রাহানে। এর আগে রাহানের ডেপুটি করা হয়েছিল চেতেশ্বর পূজারাকে।
ভারতীয় দলের হিট-ম্যান এর আগে অস্ট্রেলিয়া সফরে সীমিত ওভারের সিরিজ ও প্রথম দুটি টেস্ট খেলতে পারেননি। আগামী ৭ জানুয়ারি থেকে সিডনিতে শুরু হতে চলেছে তৃতীয় টেস্ট। তার আগে ফিটনেস টেস্ট করে ডিসেম্বরের গোড়ায় সিডনিতে পৌঁছেছিলেন রোহিত। কিন্তু অস্ট্রেলিয়ার কঠোর কোয়ারেন্টিন বিধির কারণে মেলবোর্নে দ্বিতীয় টেস্টের আগে স্কোয়াডে যোগ দিতে পারেননি। গত ৩০ ডিসেম্বর রোহিতকে স্কোয়াডে উষ্ণ অভ্যর্থনা জানান সহ খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরা। মুখে মাস্ক পরে টিম হোটেলে ঢোকেন রোহিত।তাঁকে স্বাগত জানান রবীন্দ্র জাডেজা, ঋদ্ধিমান সাহার মতো সহ খেলোয়াড়রা অভ্যর্থনা জানান। ব্যাটিং কোচ বিক্রম রাঠোরকে ওপেনার রোহিতের সঙ্গে কথা বলতে দেখা যায়। হোটেলে দলের খেলোয়াড়রা এক জায়গায় এলে রোহিত জসপ্রিত বুমরাহর পিঠ চাপড়ে দেন।
বিসিসিআই যে ভিডিও শেয়ার করেছে, তাতে রোহিতকে কোচ রবি শাস্ত্রীর সঙ্গেও কথাবার্তা বলতে শোনা যায়। শাস্ত্রী বলেন, কোয়ারেন্টিন কেমন কাটল? বয়সটা কো কমে গিয়েছে, দেখছি।
উমেশের জায়গায় দলে টি নটরাজন
অন্যদিকে, আহত পেসার উমেশ যাদবের পরিবর্ত হিসেবে টি নটরাজনের নাম ঘোষণা করল বিসিসিআই। স্কোয়াডে নেট বোলার হিসেবে রাখা হয়েছিল নটরাজনকে। এবার উমেশের পরিবর্তে সিরিজের বাকি দুটি টেস্টের জন্য তাঁকে দলে নেওয়া হল।
বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, মেলবোর্ন টেস্টের তৃতীয় দিন কাফ মাসলে চোট পেয়েছিলেন উমেশ। পরে স্ক্যান করা হয়। বাকি দুটি টেস্টের আগে তাঁর সেরে ওঠার সম্ভাবনা নেই। ফলে উমেশ সিরিজ থেকে ছিটকে গেলেন। তাঁর পরিবর্ত হিসেবে নির্বাচক কমিটি বেছে নিয়েছে টি নটরাজনকে।
এর আগে চোটের জন্য ছিটকে গিয়েছিলেন মহম্মদ শামি। তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছিল শার্দূল ঠাকুরকে। উমেশ ও শামি-দুজনেই তাঁদের চোটের রিহ্যাবের জন্য ব্যাঙ্গালোরের ন্যাশনাল ক্রিকেট অকাদেমিতে যাবেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement