IND vs ENG: রোহিত করোনা আক্রান্ত, এর মধ্যেই পন্থরা কেন রেস্তোরাঁয়? উঠল প্রশ্ন
IND vs ENG Test: কালো মেঘ ভারতীয় শিবিরে। রোহিতের করোনা আক্রান্ত হওয়ার খবর। কিন্তু এরই মাঝে এবার ভারতীয় দলের প্লেয়ারদের একসঙ্গে দেখা গেল একটি রেস্তোরাঁয়ায়।
এজবাস্টন: আগামীকাল থেকে শুরু ভারত ইংল্যান্ড পঞ্চম টেস্ট। গত বছর ইংল্যান্ড সফরে এসে শেষ ম্যাচটি না খেলেই দেশে ফিরেছিল টিম ইন্ডিয়া। এবার সেই টেস্টটিই আয়োজিত হতে চলেছে আগামীকাল থেকে। কিন্তু তার আগে চিন্তার কালো মেঘ ভারতীয় শিবিরে রোহিতের করোনা আক্রান্ত হওয়ার খবর। কিন্তু এরই মাঝে এবার ভারতীয় দলের প্লেয়ারদের একসঙ্গে দেখা গেল একটি রেস্তোরাঁয়ায়।
বোর্ডের নিয়ম ভঙ্গ করেছেন বিরাট, পন্থরা
বিসিসিআইয়ের তরফে নিষেধাজ্ঞা রয়েছে যে কোনওরকম পাবলিক প্লেসে যাওয়া যাবে না। কিন্তু সেই নিয়মের তোয়াক্কা না করেই কেন ভারতীয় দলের প্লেয়াররা গেলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। বিরাটের মত সিনিয়র প্লেয়ার ছাড়াও ছিলেন ঋষভ পন্থ, নভদীপ সাইনি, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ ও কমলেশ নাগারকোটির মত তরুণরা। বিরাট দলের সিনিয়র প্লেয়ার হয়েও কেন এমন কাজ করলেন তা নিয়ে প্রশ্ন উঠছে। ইংল্যান্ডে গিয়ে করোনা আক্রান্ত হয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। তিনি সেরে উঠলেও রোহিত শর্মা করোনা আক্রান্ত হয়েছেন। এদিকে এই ঘটনার পর কোচ রাহুল দ্রাবিড়ের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।
Virat Kohli, Rishabh, Shreyas, Gill, Shardul, Siraj, Saini and Kamlesh Nagarkoti visit to the restaurant in Birmingham. pic.twitter.com/l6fEBDe5UN
— CricketMAN2 (@ImTanujSingh) June 28, 2022
করোনা আক্রান্ত রোহিতকে নিয়ে চিন্তা বাড়ছে
ভারতীয় দলের অধিনায়ক হিসাবে প্রথমবার ইংল্যান্ডের মাটি থেকে টেস্ট সিরিজ জিতে ফেরার হাতছানি। অথচ করোনা আক্রান্ত হওয়ায় বেন স্টোকসদের বিরুদ্ধে অর্ধসমাপ্ত সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচে রোহিত শর্মার মাঠে নামা নিয়েই ঘোরতর সংশয়।
সবচেয়ে উদ্বেগজনক হচ্ছে, বুধবার ফের রোহিতের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। এজবাস্টনে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ শুরু হতে আর ৪৮ ঘণ্টাও বাকি নেই। রোহিতকে পেতে মরিয়া ভারতীয় শিবির শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চায়। তবে তৈরি রাখা হচ্ছে বিকল্পও। রোহিত একান্তই করোনামুক্ত হতে না পারলে তাঁর পরিবর্তে নেতৃত্ব দিতে পারেন যশপ্রীত বুমরা। যদিও বুধবার ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় জানিয়ে দিয়েছেন যে, রোহিত শেষ পর্যন্ত খেলতে না পারলে কে দলকে নেতৃত্ব দেবেন, সেটা ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।