IND vs ENG, Test Day 3 LIVE:- প্রথম ইনিংসে ৯৫ রানের লিড ভারতের, নজরে তৃতীয় দিন- লাইভ আপডেটস
India vs England, Test Day 3 LIVE: বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ১২৫ রান। এখনও ইংল্যান্ডের (১৮৩) প্রথম ইনিংসের স্কোরের থেকে ৫৮ রান পিছিয়ে ভারত।
LIVE

Background
IND vs ENG 2021 Live Score: শেষ তৃতীয় দিনের খেলা
বৃষ্টি বিঘ্নের জেরে শেষ তৃতীয় দিনের খেলা। এদিনের শেষ পর্যন্ত ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ২৫। ভারতের লিড ৭০ রানের।
IND vs ENG 1st Test Live: ফের বৃষ্টি বিঘ্ন
ফের একবার বৃষ্টির বিঘ্ন খেলায়। থামার আগে পর্যন্ত ১১ ওভারে কোনও উইকেট না খুইয়ে ২৫ রান তুলেছে ইংল্যান্ড।
IND vs ENG 2021 Live Score: ৮ ওভারে ইংল্যান্ডের স্কোর ১৫/০
৮ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ১৫ রান।
IND vs ENG 1st Test Live: ২৭৮ রানে অলআউট ভারত, লিড ৯৫ রানের
প্রথম ইনিংসে ২৭৮ রান তুলল ভারত। ইংল্যান্ডের (১৮৩) প্রথম ইনিংসের থেকে ৯৫ রানে লিড ভারতের।
IND vs ENG 2021 Live Score: ব্যাট হাতে বুম বুম বুমরাহ-র
শেষ উইকেটে ভারতের লিড বাড়াতে ঝোড়ো ব্যাটিং বুমরাহের। চার-ছক্কা হাঁকিয়ে আপাতত ভারতের স্কোর ৮৪ ওভারের শেষে ৯ উইকেটে ২৭৪ রানে পৌঁছে দিয়েছেন তিনি। ভারতের লিড ৯১ রানের। বুমরাহ খেলছেন অপরাজিত ২৩ রানে। তাঁর সঙ্গী মহম্মদ সিরাজ অপরাজিত ৭ রানে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
