India vs Leicester: রোহিতের ভারতীয় দলের বিরুদ্ধে মাঠে নেমে পড়লেন বুমরা-পন্থ সহ ৪ ক্রিকেটার !
Team India: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের শেষ ম্যাচের আগে লেস্টারশায়ারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলছে ভারত। চারদিনের প্রস্তুতি ম্যাচ শুরু হল বৃহস্পতিবার।

লেস্টারশায়ার: ইংল্যান্ডে ভারতীয় দলের (Indian Cricket Team) হলটা কী? রোহিত শর্মার (Rohit Sharma) টিম ইন্ডিয়ার বিরুদ্ধে মাঠে নেমে পড়লেন চেতেশ্বর পূজারা, ঋষভ পন্থ, যশপ্রীত বুমরা ও প্রসিদ্ধ কৃষ্ণ!
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের শেষ ম্যাচের আগে লেস্টারশায়ারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলছে ভারত। চারদিনের প্রস্তুতি ম্যাচ শুরু হল বৃহস্পতিবার। আর সেই ম্যাচে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল শুরুতে ব্যাটিং করছে। বল করছেন কারা? যশপ্রীত বুমরা, প্রসিদ্ধ কৃষ্ণ! চমকের এখানেই শেষ নয়। ভারতীয় দলের প্রথম ও চতুর্থ উইকেট পতনের স্কোরকার্ড দেখলেও অবাক হতে হবে। কারণ সেখানে জ্বলজ্বল করছে শুভমন গিল (২১) কট ঋষভ পন্থ বো উইল ডেভিস। শ্রেয়স আইয়ার (০) কট পন্থ বো প্রসিদ্ধ কৃষ্ণ।
অর্থাৎ, গিলের ক্যাচ উইকেটের পিছনে তালুবন্দি করেছেন পন্থ। আর শ্রেয়সকে শূন্য রানে ফিরিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ। সেই ক্যাচও নিয়েছেন পন্থ। কিন্তু কী করে সম্ভব এমন ঘটনা? কেনই বা রোহিতের দলের বিরুদ্ধে মাঠে নেমে পড়েছেন চার ভারতীয় তারকা?
আসলে ভারতীয় শিবির এই প্রস্তুতি ম্যাচে দলের সব ক্রিকেটারকে দেখে নিতে মরিয়া। তাই ভারতীয় শিবিরের বিশেষ অনুরোধে লেস্টারশায়ারের প্রথম একাদশে সুযোগ দেওয়া হয়েছে ভারতের চার ক্রিকেটারকে। সেই কারণেই বুমরা-পন্থরা খেলছেন লেস্টারশায়ারের হয়ে।
গত বছর ভারত-ইংল্যান্ড (Ind vs Eng) পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচ স্থগিত হয়ে গিয়েছিল করোনার ধাক্কায়। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল ভারত। অর্ধসমাপ্ত সিরিজের শেষ ম্যাচ খেলতে ভারতীয় দল (Team India) পৌঁছে গিয়েছে ইংল্যান্ডে। ১ জুলাই থেকে বার্মিংহ্যামে হবে বেন স্টোকসের ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম তথা শেষ টেস্ট।
করোনা আক্রান্ত হয়েছেন আর অশ্বিন। তার জন্যই ইংল্যান্ডে (England) উড়ে যেতে পারেননি তারকা ভারতীয় স্পিনার। বিসিসিআইয়ের (BCCI) তরফে এক সূত্র মারফৎ জানানো হয়েছে যে, কোয়ারেন্টিনে রয়েছেন অশ্বিন। সবরকম প্রোটোকল মেনে করোনা মুক্ত হলে তবেই একমাত্র দলের সঙ্গে যোগ দিতে পারবেন অশ্বিন।
আরও পড়ুন: গব্বরের মেজাজে দুরন্ত সেলিব্রেশন, রঞ্জি ফাইনালে সেঞ্চুরি সরফরাজের
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
