Ranji Trophy 2022: গব্বরের মেজাজে দুরন্ত সেলিব্রেশন, রঞ্জি ফাইনালে সেঞ্চুরি সরফরাজের
Sarfaraz Khan Century: ভারতীয় ক্রিকেট দলের গব্বরের মত সেলিব্রেশন করতে দেখা গেল। এছাড়াও মুষ্ঠিবদ্ধ হাত ছুড়লেন এমনভাবে, বোঝাই যাচ্ছে যে নির্বাচকদের হয়ত কোনও বার্তা দিতে চাইলেন সরফরাজ
চিন্নাস্বামী: চলতি রঞ্জিতে নিজের চতুর্থ সেঞ্চুরি হাঁকালেন সরফরাজ খান। টুর্নামেন্টের শুরু থেকেই ব্যাট হাতে বিধ্বংসী মেজাজে দেখা গিয়েছিল তরুণ এই ডানহাতি ব্যাটারকে। এবার চিন্নাস্বামীতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ফাইনালে (Ranji Trophy Final) সেঞ্চুরি হাঁকালেন সরফরাজ (Sarfaraz Khan)। ১৯০ বলে শতরান পূরণ করেন তিনি। আর সেঞ্চুরি করেই সরফরাজের অভিনব সেলিব্রেশন। শিখর ধবনকে মনে করালেন সরফরাজ। ভারতীয় ক্রিকেট দলের গব্বরের মত সেলিব্রেশন করতে দেখা গেল। এছাড়াও মুষ্ঠিবদ্ধ হাত ছুড়লেন এমনভাবে, বোঝাই যাচ্ছে যে নির্বাচকদের হয়ত কোনও বার্তা দিতে চাইলেন সরফরাজ।
২৪ টি প্রথম শ্রেণির ক্রিকেটে সরফরাজের গড় এই মুহূর্তে ৮১-র বেশি। ৮টি সেঞ্চুরিও করে ফেলেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে বিশ্বের যে কোনও ব্য়াটার যাঁরা ২ হাজারের ওপর রান, তাঁদের মধ্যে সেরা গড়ের দিক থেকে সরফরাজের আগে শুধু রয়েছেন ডন ব্র্যাডম্যান।
💯 for Sarfaraz Khan! 👏 👏
— BCCI Domestic (@BCCIdomestic) June 23, 2022
His 4⃣th in the @Paytm #RanjiTrophy 2021-22 season. 👍 👍
This has been a superb knock in the all-important summit clash. 👌 👌 #Final | #MPvMUM | @MumbaiCricAssoc
Follow the match ▶️ https://t.co/xwAZ13U3pP pic.twitter.com/gv7mxRRdkV
মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের মুম্বইয়ের ইনিংস শেষ হয় ৩৭৪ রানে। ২৪৩ বলে ১৩৪ রানের ইনিংস খেলে মুম্বইয়ের শেষ উইকেট হিসেবে আউট হন সরফরাজ। নিজের ইনিংসে ১৩টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান তিনি। রঞ্জিতে এই মরসুমে ৯০০-র বেশি রান ইতিমধ্যেই ঝুলিতে পুরে নিয়েছেন সরফরাজ। আইপিএলে গত মরসুমে ঋষভ পন্থের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালসের জার্সিতে খেলেছিলেন সরফরাজ।
আরও পড়ুন: কাতার বিশ্বকাপ দেখতে যাচ্ছেন? ভুল করেও এই কাজটি করবেন না