Sourav Ganguly: দ্রাবিড় কোচ হিসেবে সাফল্য পেলে আমরাও সফল, বললেন সৌরভ
BCCI President Sourav Ganguly: ‘ভারতের মাটিতে ভারতকে হারানো কঠিন। তবে ইডেনে যেরকম খেলা হবে, সেরকম ফল হবে’, জানালেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
সৌমিত্র রায়, কলকাতা: রাত পোহালেই ইডেন গার্ডেন্সে ভারত-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচ। ভারতীয় দল প্রথম দু’টি ম্যাচ জিতে সিরিজ ইতিমধ্যেই পকেটে পুরে ফেলেছে। ইডেনে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে নামবেন রোহিত শর্মারা।
তার আগে শনিবার বিসিসিই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানালেন, ‘ভারতের মাটিতে ভারতকে হারানো কঠিন। তবে ইডেনে যেরকম খেলা হবে, সেরকম ফল হবে।’
ইডেনে ভারতের সিনিয়র দলের কোচ হিসেবে প্রথম ম্যাচ রাহুল দ্রাবিড়ের। এ বিষয়ে সৌরভ বললেন, ‘ওর কোচিং কেরিয়ার সবে শুরু। আশা করি ও সফল হবে। ও সফল হলেই ভারতীয় ক্রিকেট সফল আর আমরা যারা ওকে নিয়োগ করেছি তারাও সফল।’
সদ্যসমাপ্ত টি-২০ বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে হেরে যাওয়ার ফলেই ছিটকে যায় ভারতীয় দল। তবে টি-২০ সিরিজে সেই নিউজিল্যান্ডকেই অনায়াসে হারিয়ে দিল ভারত। সৌরভ অবশ্য এ প্রসঙ্গে বললেন, ‘দুটো আলাদা পরিস্থিতি। তুলনা চলে না।’
৪ ডিসেম্বর কলকাতায় বিসিসিআই-এর এজিএম। তার আগে ৩ ডিসেম্বর বিসিসিআই-এর সদস্যরা নিজেদের মধ্যে ম্যাচ খেলবেন। ইডেনের পিচে ফের ব্যাট হাতে দেখা যেতে পারে সৌরভকে।
ইডেনে রবিবারের ম্যাচ ঘিরে তুঙ্গে প্রস্তুতি। একদিকে যেমন অপরূপ আলোকসজ্জায় সেজেছে গোটা স্টেডিয়াম, অন্যদিকে তেমনই কোভিড সতর্কতা। এতদিন ইডেনের মেন গেট দিয়েই স্টেডিয়ামে ঢুকতেন ক্রিকেটারেরা। তার বদলে এবার ১৭ নম্বর গেটের পাশের গেট দিয়ে মাঠে প্রবেশ করবেন দু’দলের ক্রিকেটাররা। সেখানেই বিধি মেনে তৈরি হয়েছে নতুন প্রবেশদ্বার। ম্যাচে ইনিংস বিরতিতে রয়েছে ডিজে-র ব্যবস্থাও।
সিরিজ জেতা হয়ে গেলেও হোয়াইটওয়াশই লক্ষ্য রোহিতদের। তাই, উইনিং কম্বিনেশন ভাঙার সম্ভাবনা কম। তবে রবিবার প্রথম একাদশে চহ্বালকে দেখা যেতেই পারে। স্পোর্টিং উইকেটের সুবিধা পাবেন ব্যাটার, বোলার সবারই। গুরুত্বপূর্ণ ডিউ ফ্যাক্টর। থাকছে শিশির-নিরোধক স্প্রে-ও। এই ম্যাচেও টস গুরুত্বপূর্ণ। তবে, রবিবারের ২২ গজে হিটম্যান, সূর্যকুমারদের ব্যাটে বিস্ফোরণের আশাতেই স্টেডিয়াম ভরাবেন ক্রিকেটভক্তরা।