IND vs PAK: ২৮ অগাস্ট এশিয়া কাপের মঞ্চে ভারত-পাক দ্বৈরথ
Asia Cup IND vs PAK: টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ২ দলকে একসঙ্গে দেখা গিয়েছিল। সেই ম্য়াচটি হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহিতে। কিন্তু সেই ম্যাচে ১০ উইকেটে হারতে হয়েছিল ভারতকে।
![IND vs PAK: ২৮ অগাস্ট এশিয়া কাপের মঞ্চে ভারত-পাক দ্বৈরথ India vs Pakistan Cricket Match Date 28 August Mens Asia Cup 2022 Schedule IND vs PAK: ২৮ অগাস্ট এশিয়া কাপের মঞ্চে ভারত-পাক দ্বৈরথ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/02/0d2a46519dda0440c118033e786ea7741659442286_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: আগামী ২৭ অগাস্ট থেকে শুরু হতে চলেছে আসন্ন এশিয়া কাপ (Asia Cup 2022)। আর টুর্নামেন্ট শুরুর ১ দিন পরেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে খেলতে নামবে টিম ইন্ডিয়া। এর আগে শেষবার টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ২ দলকে একসঙ্গে দেখা গিয়েছিল। সেই ম্য়াচটি হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহিতে। কিন্তু সেই ম্যাচে ১০ উইকেটে হারতে হয়েছিল ভারতকে। বিরাট কোহলির নেতৃত্বে খেলতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। এরপর বিরাটের নেতৃত্ব গিয়েছে। তাঁর বদলে এখন ভারতীয় দলে তিন ফর্ম্যাটেই ক্যাপ্টেন রোহিত শর্মা। হিটম্যানের নেতৃত্বেই এই বছর ভারতীয় দল প্রথম এশিয়া কাপ ও পরে টি-টােয়েন্টি বিশ্বকাপে খেলতে নামবে।
বিসিসিআই সচিব জয় শাহ জানিয়ে দিয়েছেন এশিয়া কাপ শুরু ২৭ অগাস্ট থেকে
আজ বিসিসিআই সচিব জয় শাহ এক বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে যে আগামী ২৭ অগাস্ট থেকে শুরু হতে চলেছে আসন্ন এশিয়া কাপ। আগামী ১১ সেপ্টম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। মঙ্গলবার তা জানিয়ে দিলেন বিসিসিআই সচিব জয় শাহ। শ্রীলঙ্কার রাজনৈতিক-অর্থনৈতিক অচলাবস্তার কারণে এশিয়া কাপ সময়মতো হবে কি না তা নিয়ে শঙ্কা ছিল। কিন্তু শেষ পর্যন্ত নির্দিষ্ট দিনেই এই টুর্নামেন্ট শুরু হলেও, তার ভেনু বদল হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহিতে হতে চলেছে আসন্ন এশিয়া কাপ।
উল্লেখ্য়, আসন্ন এশিয়া কাপে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টুর্নামেন্ট। এশিয়া কাপে অংশগ্রহণকারী দলগুলো হল - ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান। বাকি দলটি আরব-আমিরাত, কুয়েত, সিঙ্গাপুর ও হংকংয়ের মধ্যকার একটি কোয়ালিফায়ার থেকে বেছে নেয়া হবে।
উল্লেখ্য, এশিয়া কাপ আয়োজনের অন্যতম দাবিদার ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। তাঁরাও এই টুর্নামেন্ট আয়োজন করার ইচ্ছে প্রকাশ করেছিল। তবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল আমিরশাহিতেই এই টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ ও আইপিএলের মতো টুর্নামেন্টও সুষ্ঠভাবে আয়োজিত হয়েছিল আমিরশাহিতে। তার জন্যই আমিরশাহিতেই এশিয়া কাপ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
আরও পড়ুন: শট পুটেও পদকের সম্ভাবনা উজ্জ্বল, ফাইনালে পৌঁছলেন মনপ্রীত কৌর
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)