Commonwealth Games 2022: শট পুটেও পদকের সম্ভাবনা উজ্জ্বল, ফাইনালে পৌঁছলেন মনপ্রীত কৌর
Commonwealth Games 2022: কোয়ালিফাইং রাউন্ডের থেকে মোট ১২ জন ফাইনালে পৌঁছতে পারবেন। সেখানেই মনপ্রীত সপ্তম স্থানে থেকে ফাইনালে জায়গা করে নিলেন।
বার্মিংহ্যাম: কমনওয়েলথ গেমসের (Commonwealth Games) শট পুটের ফাইনালে পৌঁছে গেলেন মনপ্রীত কৌর (Manpreet Kaur)। কোয়ালিফাইং রাউন্ডে সপ্তম স্থানে শেষ করেছেন মনপ্রীত (Manpreet Kaur)। কোয়ালিফাইং রাউন্ডের থেকে মোট ১২ জন ফাইনালে পৌঁছতে পারবেন। সেখানেই মনপ্রীত সপ্তম স্থানে থেকে ফাইনালে জায়গা করে নিলেন। নিজের সেরা পদক্ষেপে ১৬.৭৮ মিটার দূরত্ব অতিক্রম করেন মনপ্রীত।
নিজের প্রথম থ্রো-তে ১৫.৮৩ মিটার দূরত্ব অতিক্রম করেছিলেন মনপ্রীত। নিজের তৃতীয় পদক্ষেপে ১৬.৭৮ মিটার দূরত্ব অতিক্রম করেন তিনি। উল্লেখ্য, ২০১৩ সালে জাতীয় রেকর্ড গড়েছিলেন। মহিলাদের শট পুটে ১৭.৯৬ মিটার দূরত্ব অতিক্রম করেছিলেন। রিও অলিম্পিক্সেও অংশ নিয়েছিলেন মনপ্রীত। কমনওয়েলথ গেমসে ভারত এরমধ্যেই ৯টি পদক জিতে নিয়েছে। শট পুটে মনপ্রীতের হাত ধরেও পদক আসার সম্ভাবনা কিন্তু উজ্জ্বল হল তাঁর ফাইনালে ওঠার সঙ্গে সঙ্গে।
ওরিগানে বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালে কোয়ালিফাই করেও পোডিয়াম ফিনিশ করতে পারেননি মুরলি শ্রীশঙ্কর (Murali Sreeshankar)। তবে কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) সেই আক্ষেপ সুদে আসলে মিটিয়ে নেওয়ার লক্ষ্যে শুরুটা দারুণভাবে করলেন তিনি।
ভারতীয় লং জাম্পার মঙ্গলবার (২ অগাস্ট) নিজের প্রথম প্রয়াশেই ৮.০৫ মিটারের এক বিরাট লম্বা ঝাঁপ দেন। ফাইনালে সরাসরি নামার যোগ্যতা অর্জন করার জন্য ৮ মিটার লাফের প্রয়োজন ছিল। ২৩ বছর বয়সি ভারতীয় নিজের প্রথম প্রয়াশেই সেই ৮ মিটারের গণ্ডি পার করে ফেলেন। এর জেরেই মুরলি সরাসরি ফাইনালে নামার যোগ্যতা অর্জন করেন। কোয়ালিফায়িং পর্বে তিনি এক নম্বরেই শেষ করলেন।
অপরদিকে, আরেক ভারতীয় লং জাম্পার মহম্মদ আনিশও (Muhammed Anees) ফাইনালের নামার ছাড়পত্র পেয়ে যান। তিনি অবশ্য ৮ মিটারের গণ্ডি পার করতে পারেননি। ৭.৬৮ মিটারের লাফ নিয়ে নিজের কোয়ালিফায়িং গ্রুপে তৃতীয় এবং সব মিলিয়ে অষ্টম স্থানে শেষ করেন আনিশ। নিজের দ্বিতীয় প্রয়াশে ৭.৬৮ মিটার অতিক্রম করেন ভারতীয় লং জাম্পার।