T20 IND VS SCOT: আজ ২২ গজের লড়াইয়ে স্কটল্যান্ডের সামনে বিরাটরা, কখন? কোথায় দেখবেন ম্যাচ?
T20 IND VS SCOT: টানা চারটি ম্যাচ জিতে ভারতের গ্রুপ থেকে ইতিমধ্যেই শেষ চারে জায়গা করে নিয়েছে পাকিস্তান। গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেমিতে যাওয়ার ক্ষেত্রে এখন লড়াই মূলত ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে।
দুবাই: টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে আজ স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামছে টিম ইন্ডিয়া। প্রথম ২ ম্যাচে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারলেও তৃতীয় ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে বিরাট বাহিনী। যার ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও টিকে রয়েছে ভারতীয় দল। স্কটল্যান্ডের বিরুদ্ধে বড় ব্যবধানে জয়ই লক্ষ্য ভারতের। তবে শুধু নিজেদের জয়ই নয়। তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকেও। টানা চারটি ম্যাচ জিতে ভারতের গ্রুপ থেকে ইতিমধ্যেই শেষ চারে জায়গা করে নিয়েছে পাকিস্তান। গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেমি-ফাইনালে যাওয়ার ক্ষেত্রে এখন লড়াই মূলত ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে। ৩ ম্যাচ খেলে নিউজিল্যান্ডের পয়েন্ট ৪। এই পরিস্থিতিতে নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভারত চাইবে এই ম্যাচে আফগানিস্তান জিতুক। সেটা হলে বিরাট কোহলি-রোহিত শর্মাদের লাভ। কিন্তু নিউজিল্যান্ড যদি জিতে যায়, তাহলে তারা কার্যত সেমি-ফাইনালের টিকিট পাকা করে নেবে।
এদিকে আফগানিস্তানের বিরুদ্ধে যে একাদশ খেলিয়েছিল ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট, তা খুব একটা বদলাবে না তারা, তা একপ্রকার নিশ্চিত। খাতায় কলমে বিরাটরা এগিয়ে থাকলেও স্কটিশ অধিনায়ক কাইল কোয়েটজার হুঁশিয়ারি দিয়েছেন টিম ইন্ডিয়াকে। তিনি বলেছেন, 'র্দান্ত একটা লড়াই হতে চলেছে আগামী ম্যাচে। ওঁরা নিঃসন্দেহে আমাদের থেকে অনেক অনেক শক্তিশালী দল। তবে আমাদের দলেও বেশ কয়েকজন দারুণ প্রতিভা রয়েছে, যাঁদের দিকে আমরা তাকিয়ে থাকব। ওঁরা ভারতকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতেই পারে।'
কখন ও কোন সময়ে ভারত বনাম স্কটল্যান্ড টি ২০ বিশ্বকাপের ম্যাচ শুরু হবে?
শুক্রবার ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ম্যাচ শুরু হবে।
কোথায় ভারত বনাম স্কটল্যান্ড টি ২০ বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হবে?
এই ম্যাচ খেলা হবে দুবাইতে।
কোন চ্যানেলে এই ম্যাচের সম্প্রচার হবে?
ভারত ও স্কটল্যান্ডের এই ম্যাচের সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।
কোথায় দেখা যাবে এই ম্যাচের লাইভ স্ট্রিমিং?
এই ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে হটস্টারে।
আরও পড়ুন: অজিদের বোলিং দাপটে ৭৩ রানে গুটিয়ে গেল বাংলাদেশ, একাই ৫ উইকেট নিলেন জাম্পা