IND vs SL 1st ODI Live Streaming: কলম্বোয় আজ ধবনদের ধুন্ধুমার লড়াই, কখন-কোথায় দেখবেন ম্য়াচ?
রবিবার, ১৮ জুলাই ইতিহাসের পাতায় নাম তোলাতে চলেছে ভারতীয় ক্রিকেট।
কলম্বো: রবিবার, ১৮ জুলাই ইতিহাসের পাতায় নাম তোলাতে চলেছে ভারতীয় ক্রিকেট। বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল যখন ইংল্যান্ড সফরে ব্যস্ত, তখন রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ খেলতে নেমে পড়ছে আর একটি টিম ইন্ডিয়া। যার নেতৃত্বের ভার ধবনের কাঁধে। জাতীয় দলের কোচ রবি শাস্ত্রী ইংল্যান্ডে কোহলিদের সঙ্গে রয়েছেন। শ্রীলঙ্কা সফরের জন্য তাই জাতীয় দলের কোচ করে পাঠানো হয়েছে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান তথা কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড়কে।
রবিবার থেকে শুরু হচ্ছে ভারত-শ্রীলঙ্কা ওয়ান ডে সিরিজ। গত ১৩ জুলাই থেকে প্রথমে সিরিজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু শ্রীলঙ্কা শিবিরে করোনা থাবা বসানোয় সেই সিরিজ পিছিয়ে যায়। রবিবার কলম্বোয় প্রথম ওয়ান ডে ম্যাচে নামছে দুই দল। অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে নতুন ভারতীয় দল কেমন পারফর্ম করে শ্রীলঙ্কা সফরে, তার দিকেই তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।
এই সিরিজ মূলত তরুণ ক্রিকেটারদের প্রমাণের মঞ্চ হিসেবেই দেখা হচ্ছে। শেষবার ২০১৭ সালে ভারতীয় দল যখন এসেছিল শ্রীলঙ্কা সফরে, তখন ৫-০ ব্যবধানে প্রতিপক্ষকে বিধ্বস্ত করেছিল টিম ইন্ডিয়া। তবে সেই সিরিজে দলে ছিলেন বিরাট, রোহিত শর্মার মতো তারকারা। এবার তারকা বলতে শুধু ধবন, ভুবনেশ্বর কুমার। বাকি প্রায় সবাই তরুণ।
কখন, কোথায় দেখবেন ম্য়াচ: ভারত বনাম শ্রীলঙ্কা প্রথম ওয়ান ডে ম্যাচ, সরাসরি দেখুন সোনি টেন টু, সোনি টেন টু এইচডি চ্যানেল ও সোনি লিভ মোবাইল অ্যাপে, দুপুর ৩টে থেকে।