India vs Sri Lanka: বেঙ্গালুরুতেই ভারত-শ্রীলঙ্কা দিন রাতের টেস্ট, সিলমোহর সৌরভের
India vs Sri Lanka: ওয়েস্ট ইন্ডিজের (west indies) বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের পরই শ্রীলঙ্কার (srilanka) বিরুদ্ধে ঘরের মাঠে ৩ ম্যাচের টি-টোয়েন্টি ও ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারতীয় ক্রিকেট দল।
মুম্বই: গতকাল পর্যন্ত সম্ভাবনা ছিল। কিন্তু আজ সত্যি হয়ে গেল। ভারত সফরে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে শ্রীলঙ্কা (srilanka)। আর তার মধ্যে একটি ম্যাচ হবে দিন রাতে। অর্থাৎ গোলাপি বলের টেস্ট। বিসিসিআইয়ের এই ভাবনায় সিলমোহর দিয়ে দিলেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (sourav ganguly)। ওয়েস্ট ইন্ডিজের (west indies) বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের পরই শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে ৩ ম্যাচের টি-টোয়েন্টি ও ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারতীয় ক্রিকেট দল। সেখানেই একটি দিন রাতের টেস্ট খেলবে লঙ্কা বাহিনী।
বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ''শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের সব ভেনু নিয়ে এখনও আমাদের মধ্যে আলোচনা হয়নি। খুব তাড়তাড়িই সেই বিষয়ে জানানো হবে। কিন্তু হ্যাঁ, গোলাপি বলের টেস্ট হতে চলেছে বেঙ্গালুরুতে।'' এই নিয়ে তৃতীয়বার দেশের মাটিতে দিন রাতের টেস্ট আয়োজন করতে চলেছে বিসিসিআই। ২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে প্রথমবার আয়োজিত হয়েছিল দিন রাতের টেস্ট। এরপর গত বছর ফেব্রুয়ারিতে আমদাবাদের ইংল্যান্ডের বিরুদ্ধে।
বোর্ড সূত্রে খবর, লঙ্কা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বিসিসিআইয়ের কাছে অনুরোধ করা হয়েছে যে আগে যেন টি-টোয়েন্টি সিরিজ শুরু করা হয়। পরে টেস্ট সিরিজের আয়োজন করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক কর্তা জানিয়েছেন, ''শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে আমাদের কাছে এক আর্জি এসেছে। ওরা চাইছে যে টি-টোয়েন্টি সিরিজ টেস্ট সিরিজের আগে আয়োজন করতে। ভারত সফরে আসার আগে ওঁরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলে আসবে।''
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড যদি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের আর্জি মেনে নেয়, তবে টেস্ট সিরিজে নামার আগে লঙ্কা বাহিনী একটু গুছিয়ে নিতে পারবে। টি-টোয়েন্টি সিরিজের ৩টি ম্যাচ হবে যথাক্রমে মোহালি, ধরমশালা ও লখনউতে। ২টো টেস্ট হবে যথাক্রমে বেঙ্গালুরু ও মোহালিতে।
আরো পড়ুন: আইপিএলের গ্রুপ লিগের ম্যাচগুলি হবে মহারাষ্ট্রে, জানালেন সৌরভ