India vs Sri Lanka, Series Postponed: শ্রীলঙ্কা দলে করোনার হানা, পিছিয়ে গেল ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজ
ফলে সিরিজের খেলা কয়েকদিন পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। নতুন সূচী চূড়ান্ত করতে আলোচনা করছে বিসিসিআই এবং শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড।
নয়াদিল্লি: ভারত ও শ্রীলঙ্কার তিন ম্যাচের একদিনের সিরিজ আগামী ১৩ জুলাই শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সিরিজ শুরুর আগেই করোনার থাবা শ্রীলঙ্কা শিবিরে। দলের কয়েকজন সাপোর্ট স্টাফের করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। ফলে সিরিজের খেলা কয়েকদিন পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। নতুন সূচী চূড়ান্ত করতে আলোচনা করছে বিসিসিআই এবং শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। বিসিসিআই সূত্রের খবর, ১৭ বা ১৮ জুলাই সিরিজ শুরু হতে পারে।
ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার সহ শ্রীলঙ্কা ক্রিকেট দলের সাপোর্ট স্টাফের দুজন করোনা আক্রান্ত হয়েছেন। গ্র্যান্ট ফ্লাওয়ার ছাড়াও করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে দলের অ্যানালিস্ট নিরোসনের। সবচেয়ে উদ্বেগের বিষয় হল, এই দুজনেই কোভিড-১৯ এর ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন, যা অতি সংক্রামক বলে মনে করা হয়।
এই ঘটনার জেরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের একদিনের সিরিজ কয়েকদিন পিছিয়ে দেওয়া হয়েছে। নিজেদের মধ্যে আলোচনা করে সিরিজের পরিবর্তিত সূচী শীঘ্রই জানাবে বিসিসিআই ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
ভারত ও শ্রীলঙ্কা সিরিজের সম্ভাব্য পরিবর্তিত সূচী-
প্রথম একদিনের ম্যাচ- ১৭ জুলাই
দ্বিতীয় একদিনের ম্যাচ- ১৯ জুলাই
তৃতীয় একদিনের ম্যাচ- ২১জুলাই
প্রথম টি ২০- ২৪ জুলাই
দ্বিতীয় টি ২০-২৫ জুলাই
তৃতীয় টি ২০-২৬ জুলাই
এখনও পর্যন্ত স্বস্তির খবর এই যে, শ্রীলঙ্কার কোনও ক্রিকেটারের করোনা টেস্ট পজিটিভ আসেনি। কিন্তু সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শ্রীলঙ্কা দলের খেলোয়াড়দের কলম্বোর একটি হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, দলের অ্যানালিস্ট জিটি নিরোসন করোনা আক্রান্ত হয়েছেন।
এই সিরিজের জন্য শ্রীলঙ্কায় রয়েছে শিখর ধবনের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। সিনিয়রদের অনুপস্থিতিতে টিম ইন্ডিয়া দলে তরুণদের সুযোগ দেওয়া হয়েছে। এই দলে রয়েছেন দেবদত্ত পড়িক্কল, চেতন সাকারিয়া, ঋতুরাজ গায়কোয়াড় -- যাঁরা প্রথমবার ভারতীয় সিনিয়র দলে জায়গা পেয়েছেন। এই সফরের জন্য ভারতীয় দলের প্রধান কোচ নিযুক্ত হয়েছেন রাহুল দ্রাবিড়।