Ind vs SL, T20: হরমনপ্রীত-দীপ্তি-মান্ধানাদের দাপটে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় ভারতের
Ind vs SL: এক ম্যাচ বাকি থাকতেই শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করল ভারতের মহিলা ক্রিকেট দল। তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচে আয়োজকদের ৫ বল বাকি থাকতে ৫ উইকেটে হারান হরমনপ্রীতরা।
ডাম্বুলা: মহিলাদের ক্রিকেটে বড় সাফল্য ভারতের। বিদেশের মাটি থেকে ট্রফি জয় নিশ্চিত করে ফেললেন হরমনপ্রীত কৌররা (Harmanpreet Kaur)। এক ম্যাচ বাকি থাকতেই শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করল ভারতের মহিলা ক্রিকেট দল। তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচে আয়োজকদের ৫ বল বাকি থাকতে ৫ উইকেটে হারান হরমনপ্রীতরা।
ব্যাটে-বলে ভারতীয় দলকে সামনে থেকে নেতৃত্ব দেন ক্যাপ্টেন হরমনপ্রীত। দলের জয়ে উল্লেখযোগ্য অবদান রাখেন ভাইস ক্যাপ্টেন স্মৃতি মান্ধনাও। বল হাতে নজর কাড়েন বাংলার হয়ে খেলা দীপ্তি শর্মা।
ডাম্বুলায় টস জিতে শুরুতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। তারা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১২৫ রান সংগ্রহ করে। শ্রীলঙ্কার হয়ে ক্যাপ্টেন চামারি আতাপাত্তু ৪৩ রান করেন। ৪১ বলের ইনিংসে তিনি ৭টি চার ও ১টি ছক্কা মারেন। এছাড়া ভিশমি গুণরত্নে করেন ৫০ বলে ৪৫ রান। দীপ্তি ৩৪ রানে ২টি উইকেট নেন। হরমনপ্রীত ৩ ওভারে মাত্র ১২ রান খরচ করে ১টি উইকেট দখল করেন। এছাড়া ১টি করে উইকেট নিয়েছেন রেনুকা সিংহ, রাধা যাদব ও পূজা বস্ত্রকার।
A little too close for comfort towards the end but India take an unassailable 2-0 lead in the T20I series against Sri Lanka 🙌#SLvIND | 📝 Scorecard: https://t.co/pycXg4par4 pic.twitter.com/5tj7JYaqcI
— ICC (@ICC) June 25, 2022
জবাবে ব্যাট করতে নেমে ভারত ১৯.১ ওভারে ৫ উইকেটে ১২৭ রান তুলে ম্যাচ তথা সিরিজ জিতে যায়। ভারতের হয়ে স্মৃতি মান্ধনা ৮টি বাউন্ডারির সাহায্যে ৩৪ বলে ৩৯ রান করেন। হরমনপ্রীত ৩১ রান করে অপরাজিত থাকেন। এছাড়া শেফালি ১৭, মেঘনা ১৭, জেমাইমা রড্রিগেজ ৩ ও ইয়াস্তিকা ভাটিয়া ১৩ রান করে আউট হন। ৫ রান করে অপরাজিত থাকেন দীপ্তি। ম্যাচের সেরা হয়েছেন হরমনপ্রীত।
আরও পড়ুন: ফ্লিন্টফ-জনসনদের প্রাক্তন গুরুর কাছে ক্লাস করতে চললেন মনোজদের কোচ