ABP Exclusive: ফ্লিন্টফ-জনসনদের প্রাক্তন গুরুর কাছে ক্লাস করতে চললেন মনোজদের কোচ
NCA: তরুণ প্রজন্মকে কীভাবে কোচিং করাবেন, আধুনিক ক্রিকেটের শর্ত মেনে কোন কোন দিকে দেবেন জোর, বিখ্যাত কোচ ট্রয় কুলির (Troy Cooley) কাছে সেই প্রশিক্ষণ নেবেন বাংলার প্রাক্তন ক্রিকেটার।
কলকাতা: তাঁর প্রশিক্ষণে বাংলার অনূর্ধ্ব ২৩ ক্রিকেট দল ভারত সেরা হয়েছে। পরে মনোজ তিওয়ারি-অভিমন্যু ঈশ্বরণদের সিনিয়র দলের কোচিংয়ে আসেন। এবার কোচিংয়ের এক নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে সৌরাশিস লাহিড়ীর (Saurasish Lahiri) সামনে।
তরুণ প্রজন্মকে কীভাবে কোচিং করাবেন, আধুনিক ক্রিকেটের শর্ত মেনে কোন কোন দিকে দেবেন জোর, বিখ্যাত কোচ ট্রয় কুলির (Troy Cooley) কাছে সেই প্রশিক্ষণ নেবেন বাংলার প্রাক্তন ক্রিকেটার। যে ট্রয় কুলি একসময় ইংল্যান্ডের জাতীয় দলে অ্যান্ড্রু ফ্লিন্টফ, স্টিভ হার্মিসন, ম্যাথু হোগার্ডদের কোচ ছিলেন। পরে অস্ট্রেলিয়ার বোলিং কোচ হিসাবে মিচেল জনসনদেরও কোচিং করিয়েছিলেন। সেই সঙ্গে ভি ভি এস লক্ষ্মণের কাছেও কোচিংয়ের ক্লাস করবেন সৌরাশিস। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে কুলি ও লক্ষ্মণের কাছে ১৪ দিনের প্রশিক্ষণ কর্মশালায় হাজির থাকবেন প্রাক্তন অফস্পিনার।
ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) সূত্রে খবর, বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি ও দেশের বিভিন্ন বয়সভিত্তিক দলে সীতাংশু কোটাক, হৃষিকেশ কানিতকরের মতো ব্যাটার কোচ পর্যাপ্ত সংখ্যায় থাকলেও বোলিং কোচ সেভাবে উঠে আসছেন না। সেই খামতি পূরণ করতেই তৎপর সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড। দেশের বিভিন্ন দলে যে সমস্ত প্রাক্তন বোলাররা সক্রিয়ভাবে কোচিংয়ের সঙ্গে যুক্ত, তাঁদেরকে বিশেষ ট্রেনিং দিতে চাইছে বোর্ড। আপাতত দেশের পাঁচ প্রাক্তন বোলারকে নিয়ে করা হচ্ছে কর্মশালা। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে সেই কর্মশালায় রয়েছেন বাংলার সৌরাশিসও।
এবিপি লাইভকে সৌরাশিস বললেন, "ভারতীয় ক্রিকেট বোর্ড জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে বিশেষ একটি ওয়ার্কশপ করছে। লেভেল টু কোর্স যারা করেছে, তাদের মধ্যে যারা সক্রিয় কোচিংয়ের সঙ্গে যুক্ত রয়েছে, তাদের ট্রয় কুলি ও ভি ভি এস লক্ষ্মণের কাছে ট্রেনিং হবে। হাই পারফরম্যান্স বোলিং কোচ কুলি ও লক্ষ্মণ মিলে তাঁদের অভিজ্ঞতা ভাগ করে নেবেন। যশপ্রীত বুমরা, মহম্মদ শামি বা আর অশ্বিনকে নিয়ে কীভাবে কাজ হয়, ওদের ট্রেনিং পদ্ধতি কীরকম, তা বলবেন কুলি ও লক্ষ্মণ। ৯-২২ জুলাই ক্যাম্প হবে এনসিএ-তে।"
কর্মশালা শেষ হওয়ার পরেও ভারতের উঠতি ক্রিকেটারদের নিয়ে ক্যাম্পের জন্য বেঙ্গালুরুতে আরও কিছু দিন থেকে যেতে হতে পারে সৌরাশিসকে। তাঁর কথায়, "এমার্জিং ভারতীয় দলের ক্রিকেটারদের নিয়ে একটা প্রস্তুতি টুর্নামেন্ট হতে পারে। তাতে আমাদের থাকতে হতে পারে।" আপাতত ৯ জুলাইয়ের অপেক্ষায় সৌরাশিস।
আরও পড়ুন: ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলারের দাদা খেলবেন এটিকে মোহনবাগানে