৪০০ মিটারের হিটে ৫৩.৫৮ সেকেন্ড সময় করে ফাইনালে পৌঁছেছেন ঐশ্বর্য মিশ্র । মহিলাদের ১৫০০ মিটার ফাইনালে ৪:২৭.৬১ সেকেন্ড সময় করে সপ্তম স্থানে শেষ করেছেন লিলি দাস ।
এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আয়োজক দেশ তাইল্যান্ড হলেও, ম্যাসকট করা হয়েছে বজরংবলীকে । হনুমানকে প্রতিযোগিতার ম্যাসকট করা হয়েছে । হিন্দুরা যাঁকে ঈশ্বর রূপে পুজো করেন ।
ভারতীয় পুরাণ মতে, প্রভু রামের ভক্ত হিসাবে পূজিত হন হনুমান । এশীয় অ্যাথলেটিক্স সংস্থা প্রতিষ্ঠার ৫০তম বছর। আর সুবর্ণজয়ন্তী বর্ষে সেই হনুমানকেই ম্যাসকট করল এশীয় অ্যাথলেটিক্স সংস্থা ।
নিজেদের ওয়েবসাইটে এশীয় অ্যাথলেটিক্স সংস্থা জানিয়েছে, প্রভু রামের সেবায় হনুমান অসাধারণ দক্ষতার প্রদর্শন করেছিলেন । গতি, শক্তি, সাহস আর বুদ্ধিমত্তার সাহায্যে । তাঁর নিষ্ঠা ও দায়বদ্ধতাই হনুমানের মহত্ব । ২৫তম এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৩ সালের লোগো থেকে অ্যাথলিটদের দক্ষতা, টিমওয়ার্ক, অ্যাথলেটিসিজম, নিষ্ঠা, সাধনা ও খেলোয়াড়সুলভ মানসিকতার প্রতিফলন । ১৬ জুলাই শেষ হবে পাঁচ দিনব্যাপী এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ।