এক্সপ্লোর
Advertisement
ইংল্যান্ডের থেকে ভারতের বোলাররা অনেক এগিয়ে, মত পার্থিবের
মুম্বই: ভারতের বোলারদের মান ইংল্যান্ডের বোলারদের থেকে অনেক ভাল। রবিচন্দ্রন অশ্বিনরা সাফল্যের জন্য শুধু পিচের পরিস্থিতির উপর নির্ভর করে থাকেন না। শুক্রবার এমনই মন্তব্য করলেন ভারতের উইকেটকিপার পার্থিব পটেল।
ওয়াংখেড়েতে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের চলতি সিরিজের চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনের শেষে পার্থিব বলেছেন, ‘আমাদের বোলারদের মান অনেক ভাল। আমাদের স্পিনাররা ইংল্যান্ডের স্পিনারদের থেকে অনেক বেশি বল ঘোরাতে পারছে। আমরা গতির হেরফের করছি। বোলারের হাত থেকে বল বেরিয়ে বাতাসে থাকার সময়েই ইংল্যান্ডের ব্যাটসম্যানরা বিভ্রান্ত হয়ে যাচ্ছে। আমাদের বোলাররা উইকেট থেকে সাহায্য পাওয়ার বদলে নিজেদের দক্ষতার উপরেই জোর দিচ্ছে। দু দলের বোলারদের মধ্যে এটাই পার্থক্য।’
টেস্টে এই মুহূর্তে এক নম্বর বোলার রবিচন্দ্রন অশ্বিন বেশ কিছুদিন ধরেই অসাধারণ ফর্মে আছেন। ওয়াংখেড়েতে প্রথম ইনিংসে তিনি ৬ উইকেট নিয়েছেন। চারটি উইকেট দখল করেছেন বাঁ হাতি স্পিনার রবীন্দ্র জাডেজা।
সতীর্থ বোলারদের প্রশংসা করে পার্থিব বলেছেন, ‘মোহালিতে আগের ম্যাচেও আমার মনে হয়েছিল, আমাদের বোলাররা ওদের থেকে অনেক এগিয়ে। সেই ম্যাচেও পিচ থেকে কোনও সাহায্য পায়নি স্পিনাররা। কিন্তু তা সত্ত্বেও ওরা কী অসাধারণ বল করেছে সেটা সবাই দেখেছে। আমাদের বোলাররা বরাবরই গতির হেরফের করতে দক্ষ। অশ্বিন, জাডেজা, জয়ন্ত যাদবরা সেটাই করছে। সেই কারণেই ইংল্যান্ডের ব্যাটসম্যানরা আমাদের বিরুদ্ধে তেমন সাফল্য পাচ্ছে না।’
পার্থিবের মতে, চলতি টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংস ৩৭৫ রানের মধ্যে শেষ করে দেওয়া উচিত ছিল ভারতের। কিন্তু ইংল্যান্ডের টেল-এন্ডাররা ভাল ব্যাটিং করায় ৪০০ রান হয়। তবে ভারত খুব ভাল জায়গায় আছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
খবর
খবর
Advertisement