Rohit Sharma: করোনা থেকে মুক্তির পর প্রথমবার নেটে অনুশীলন রোহিতের
IND vs ENG: তবে এই মুহূর্তে পুরোপুরি করোনা মুক্ত রোহিত শর্মা। বার্মিংহ্যাম টেস্টের দ্বিতীয় দিনই রোহিতের আরটিপিসিআর রিপোর্ট নেগেটিভ এসেছে।
এজবাস্টন: বার্মিংহ্যামে টেস্ট খেলতে এসেছিলেন ভারতীয় দলের অধিনায়ক হিসেবে। কিন্তু বাধ সাধল করোনা (Covid19)। খেলার পাঁচ দিন আগেই আচমকা করোনা আক্রান্ত হলেন। ভাগ্য এতটাই খারাপ যে ম্যাচের আগের দিন দ্বিতীয় করোনা রিপোর্টও পজিটিভ আসে। ফলত, ম্যাচে আর খেলা হল না। তবে এই মুহূর্তে পুরোপুরি করোনা মুক্ত রোহিত শর্মা (Rohit Sharma)। বার্মিংহ্যাম টেস্টের দ্বিতীয় দিনই রোহিতের আরটিপিসিআর রিপোর্ট নেগেটিভ এসেছে। এবার টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতিতেও নেমে পড়লেন হিটম্যান। নেটে দেখা গে তাঁকে।
View this post on Instagram
নেটে রোহিত, ভাইরাল ভিডিও
করোনা মুক্ত হওয়ার পর প্রথমবার নেটে দেখা গেল হিটম্যানকে। ইংল্যান্ডের বিরুদ্ধে আগামী ৭ জুলাই থেকে শুরু টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজে প্রথম ম্য়াচ থেকেই রোহিত শর্মা খেলবেন, এই আশা করাই যায়। নেটেও বেশ ছন্দেই দেখা মিলল ভারত অধিনায়ককে। আইপিএল খুব একটা ভাল যায়নি। প্রস্তুতি ম্যাচেও রান পাননি। সীমিত ওভারের সিরিজে রান করার জন্য মুখিয়ে থাকবেন রোহিত।
এদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে বার্মিংহ্য়াম টেস্টে এগিয়ে ভারত। স্টোকসদের জিততে হলে ৩৭৮ রানের বিশাল লক্ষ্যমাত্রা পেরোতে হবে। দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে অর্ধশতরান হাঁকান চেতেশ্বর পূজারা ও ঋষভ পন্থ। উল্লেখ্য, রোহিতের বদলে এই ম্যাচে ভারতের নেতৃত্বভার সামলাচ্ছেন যশপ্রীত বুমরা।
আরও পড়ুন: দ্রাবিড় নয়, টিম ইন্ডিয়ার কোচের দায়িত্বে ফের ভিভিএস লক্ষ্মণ?