Manoj Tiwary: সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে ৪ দিনের মধ্যে অবসরের সিদ্ধান্ত বদল, আর এক মরশুম খেলবেন মনোজ
Bengal Cricket Team: কেন আচমকা অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন? সিদ্ধান্ত বদলই বা কেন? কী বললেন মনোজ?
![Manoj Tiwary: সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে ৪ দিনের মধ্যে অবসরের সিদ্ধান্ত বদল, আর এক মরশুম খেলবেন মনোজ Indian Cricket Team: Bengal cricketer Manoj Tiwary withdraws retirement, to play another Ranji Trophy Manoj Tiwary: সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে ৪ দিনের মধ্যে অবসরের সিদ্ধান্ত বদল, আর এক মরশুম খেলবেন মনোজ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/08/24243617b9649d039b2fa4e42311e03c169150461711050_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সন্দীপ সরকার, কলকাতা: বৃহস্পতিবার সকালে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছিলেন, ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন। চার দিনের মধ্যে সিদ্ধান্ত বদল। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে মনোজ তিওয়ারি (Manoj Tiwary) জানিয়ে দিলেন, অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করছেন। বাংলার (Bengal Cricket Team) জার্সিতে আরও এক মরশুম খেলবেন তিনি।
কেন আচমকা অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন? সিদ্ধান্ত বদলই বা কেন? মনোজ বলছেন, 'আবেগপ্রবণ হয়ে পড়ে আচমকাই সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে আমার স্ত্রী সুস্মিতা সেই সিদ্ধান্তের কথা জানতে পেরেই রাগারাগি করে। আমাকে বোঝায়। পরে সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও আমাকে ফোন করে কথা বলেন। তারপরই সিদ্ধান্ত বদলের সিদ্ধান্ত নিই।'
অবসরের নেপথ্যে কি রাজনৈতিক চাপ ছিল? মনোজ বলছেন, 'না। কোনও চাপ ছিল না। আমার ব্যক্তিগত সিদ্ধান্ত ছিলেন।' মনোজ যোগ করছেন, 'আচমকা অবসরের সিদ্ধান্ত নেওয়ার জন্য বাংলা দলের সতীর্খ ও সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আরও এক মরশুম খেলব। তবে শুধু রঞ্জি ট্রফি খেলব। সীমিত ওভারের ক্রিকেটে খেলব না।'
সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস বলছেন, 'আমি মনোজের অবসরের সিদ্ধান্ত সংবাদমাধ্যম থেকেই জেনেছিলাম। আমি ওকে মেসেজ করে রেখেছিলাম। তার পরের দিন ওর সঙ্গে ফোনে কথা হয়। আমি ওকে জানিয়েছিলাম, ১৯ বছর ক্রিকেট খেলার পর এভাবে অবসর নিচ্ছ কেন? প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রানের এত সামনে দাঁড়িয়ে রয়েছো। ক্রিকেট মাঠ থেকেই অবসর নাও। ওর নেতৃত্বে গতবার বাংলা রঞ্জি ট্রফিতে ভাল খেলেছিল। ফাইনালে উঠে আমরা হেরে গিয়েছিলাম ঠিক কথা, তবে ধারাবাহিকভাবে ভাল ক্রিকেট খেলেছিল। তারপরই ও সিদ্ধান্ত বদল করে।'
গতবার অভিমন্যু ঈশ্বরণের অনুপস্থিতিতে বাংলাকে নেতৃত্ব দিয়েছিলেন মনোজ। বাংলা ফাইনাল খেলেছিল। এবারও কি মনোজকে বাংলার অধিনায়ক হিসাবেই দেখা যাবে? স্নেহাশিস বলছেন, 'এখনই সেই সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি। নির্বাচক, টিম ম্যানেজমেন্ট সেটা ঠিক করবে।'
তবে আর একটা রঞ্জি ট্রফি খেলেই যে অবসর নেবেন, আর সেই সিদ্ধান্ত বদলাবেন না, জানিয়ে দিয়েছেন মনোজ। বলছেন, 'বাংলা ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। রঞ্জি ট্রফিটা জিততে চাই। আর একটা মরশুম তাই খেলব। তবে যাই হোক না কেন, তার পরের মরশুমে আর খেলব না।'
আরও পড়ুন: Rahul Dravid: ক্রিকেটের কিংবদন্তি, সময় পেলেই বসে যান জয়-বীরু-গব্বরের শোলে দেখতে
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)