দক্ষিণ আফ্রিকা ম্যাচ দেখতে আসা বিজয় মাল্যকে 'চোর' টিটকিরি ভারতীয় সমর্থকদের
লন্ডন: ম্যাচ দেখতে এসে ভারতীয় সমর্থকদের টিটকিরির মুখে বিজয় মাল্য। শোনা গেল চোর, চোর চিৎকার। কান না দিয়ে স্থানত্যাগ করে পলায়ন কিংফিশার কর্তার। ২২ গজে টিম ইন্ডিয়াকে দেখতে গ্যালারিতে পরপর তিনবার দেখা গিয়েছে ৯ হাজার কোটি টাকার ঋণখেলাপের মামলায় অভিযুক্ত, ফেরার বিজয় মাল্যকে। বার্মিংহামে ভারত-পাক ক্রুসেড মাঠে যত না উত্তাপ ছড়িয়েছিল, তার চেয়ে বেশি উত্তাপ ছড়িয়েছিল গ্যালারিতে। বিজয় মাল্যর আচমকা উপস্থিতিতে। ওভালে শ্রীলঙ্কা ম্যাচ দেখতে এলেও, ম্যাচ শেষ হতে না হতেই মাঠ ছেড়ে বেরিয়ে যান তিনি। তবে, এদিন ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচেই তাঁর আসার জন্য অপেক্ষা করছিলেন ভারতীয় ক্রিকেট-ভক্তরা। স্টেডিয়ামের ভিতর তাঁকে দেখামাত্রই টিটকিরি দিতে শুরু করেন বেশ কয়েকজন সমর্থক। মাল্যর উদ্দেশ্যে ভেসে আসে গেল চোর, চোর চিৎকার। তবে, বিজয় মাল্যর অবশ্য কোনও হেলদোল নেই। টিটকিরিতে কোনও কর্ণপাত করেননি তিনি। শুধু মাঠে তাঁর উপস্থিতি নয়, লন্ডনে বিরাট কোহালির চ্যারিটি বল অনুষ্ঠানে আচমকা হাজির হয়েও রীতিমত শোরগোল ফেলে দেন মাল্য। টিম ইন্ডিয়া এতটাই অস্বস্তিতে পড়ে যায়, যে ৩০ মিনিটের মধ্যে পার্টি ছাড়তে বাধ্য হন তাঁরা। আর, এদিন দর্শকদের টিটকিরির মুখে পড়লেন তিনি।