এক্সপ্লোর
Advertisement
নতুন বছরে কন্যাসন্তানের বাবা হলেন ভারতীয় দলের পেসার উমেশ যাদব, নজরকাড়া পোস্টে দিলেন সুখবর
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় টেস্টে কাফ মাসলে চোট পেয়ে ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছেন পেসার উমেশ যাদব। ইংরেজি নতুন বছরে সুসংবাদ এল তাঁর জন্য। উমেশের স্ত্রী তানিয়া জন্ম দিলেন কন্যাসন্তানের।
নয়াদিল্লি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় টেস্টে কাফ মাসলে চোট পেয়ে ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছেন পেসার উমেশ যাদব। ইংরেজি নতুন বছরে সুসংবাদ এল তাঁর জন্য। উমেশের স্ত্রী তানিয়া জন্ম দিলেন কন্যাসন্তানের। আর এরফলে উমেশ ও তাঁর স্ত্রী তানিয়ার কাছে নতুন বছরটা বিশেষ হয়ে থাকল। উমেশ ইনস্টাগ্রামের মাধ্যমে তাঁর বাবা হওয়ার সুখবর অনুরাগীদের জানিয়েছেন। ক্রিকেটারের অনুরাগী ও সহ খেলোয়াড়রা তাঁর পোস্টে মন্তব্য করে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) ও ট্যুইটারের মাধ্যমে উমেশকে তাঁর কন্যাসন্তানের জনক হওয়ার জন্য শুভেচ্ছা জানিয়েছে।
বিসিসিআই ট্যুইট করে লিখেছে, উমেশ যাদবের কন্যাসন্তানের জন্ম হয়েছে। তাঁকে শুভকামনা। সেইসঙ্গে তিনি দ্রুত চোট সারিয়ে উঠবেন বলেও কামনা করছি। আশা করছি, খুবই শীঘ্রই মাঠে ফিরবেন তিনি।
উল্লেখ্য, চোটের কারণে উমেশ সিরিজের বাকি দুটি টেস্ট থেকে ছিটকে গিয়েছেন।
বাকি দুটি টেস্টের জন্য ভারতীয় দলে বড়সড় পরিবর্তন হয়েছে। শেষ দুটি টেস্টে ভারতীয় দলের সহ-অধিনায়ক হিসেবে নিযুক্ত হয়েছেন রোহিত শর্মা। বিসিসিআই শুক্রবার এক বিবৃতি জারি করে উমেশ যাদব ও মহম্মদ শামির জায়গায় টি নটরাজন ও শার্দূল ঠাকুরকে স্কোয়াডে নেওয়ার কথা জানিয়েছে।
আগামী ৭ জানুয়ারি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের তৃতীয় টেস্ট। চতুর্থ তথা শেষ টেস্ট শুরু হবে ১৬ জানুয়ারি, ব্রিসবেনের গাব্বায়। সিরিজের ফলাফল বর্তমানে ১-১।
উল্লেখ্য, খুব শীঘ্রই ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী তাঁদের প্রথম সন্তানের জন্ম দেবেন। এ জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্ট খেলে দেশে ফিরে এসেছেন কোহলি। তাঁর জায়গায় দলকে নেতৃত্ব দিচ্ছেন আজিঙ্কা রাহানে। প্রথম টেস্টে ভারত ভালো অবস্থাতে থেকেও হেরে গিয়েছিল। দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে মাত্র ৩৬ রান করেছিল, যা ভারতের কোনও ইনিংসে সর্বনিম্ন স্কোর। সেই লজ্জার হারের ধাক্কা কাটিয়ে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ায় ভারত। অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
কলকাতা
খবর
খবর
জেলার
Advertisement