এক্সপ্লোর
IPL Auction 2025: রয়েছেন একাধিক 'অরেঞ্জ ক্যাপ'জয়ী, সামিল টিম ইন্ডিয়া তারকাও, IPL নিলামে ব্রাত্যই রয়ে গেলেন এঁরা
IPL 2025: ১৮২ জন ক্রিকেটারকে দুইদিনব্যাপী নিলামে মোট ৬৩৯.১৫ কোটি টাকায় কেনা হলেও, দল পেলেন না বহু তারকারা।
![IPL 2025: ১৮২ জন ক্রিকেটারকে দুইদিনব্যাপী নিলামে মোট ৬৩৯.১৫ কোটি টাকায় কেনা হলেও, দল পেলেন না বহু তারকারা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/26/0e247ae4daea23d8bd22a5a91919a1fb1732622668825507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
জাতীয় দলে হিট, আইপিএলে ব্রাত্য সরফরাজ (ছবি: পিটিআই)
1/10
![অভিষেক টেস্টেই হাঁকিয়েছিলেন শতরান, রয়েছে অধিনায়ক হিসাবে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জেতার কৃতিত্বও। তবে না না বিতর্কে জড়িয়ে এখন পৃথ্বী শয়ের কেরিয়ার নিয়েই তৈরি হয়েছে প্রশ্নচিহ্ন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/26/034a20135c5655267c0031e55b925b072fc2f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
অভিষেক টেস্টেই হাঁকিয়েছিলেন শতরান, রয়েছে অধিনায়ক হিসাবে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জেতার কৃতিত্বও। তবে না না বিতর্কে জড়িয়ে এখন পৃথ্বী শয়ের কেরিয়ার নিয়েই তৈরি হয়েছে প্রশ্নচিহ্ন।
2/10
![শৃঙ্খলাজনিত সমস্যা রয়েছে পৃথ্বীর, এই দাবিতেই মুম্বইয়ের রঞ্জি দল থেকেও চলতি মরশুমে বাদ পড়েছিলেন তিনি। তরুণ টপ অর্ডার ব্যাটারকে আইপিএলেও কেউ দলে নিল না।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/26/6b8681fae3c12332b85188a80c2c0e8abcddf.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
শৃঙ্খলাজনিত সমস্যা রয়েছে পৃথ্বীর, এই দাবিতেই মুম্বইয়ের রঞ্জি দল থেকেও চলতি মরশুমে বাদ পড়েছিলেন তিনি। তরুণ টপ অর্ডার ব্যাটারকে আইপিএলেও কেউ দলে নিল না।
3/10
![দীর্ঘ অপেক্ষার পর সদ্যই ভারতীয় দলে সুযোগ পেয়েছেন সরফরাজ খান। হাঁকিয়ে ফেলেছেন শতরানও। তবে পৃথ্বীর মতোই তাঁর মুম্বই দলের সতীর্থও নিলামে অবিক্রিত।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/26/496c34d10c6fbd12755cf0c8e3c95d0ec3d36.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দীর্ঘ অপেক্ষার পর সদ্যই ভারতীয় দলে সুযোগ পেয়েছেন সরফরাজ খান। হাঁকিয়ে ফেলেছেন শতরানও। তবে পৃথ্বীর মতোই তাঁর মুম্বই দলের সতীর্থও নিলামে অবিক্রিত।
4/10
![২০১৫ সালে টিনএজে অভিষেক ঘটালেও, আইপিএলে সরফরাজের রেকর্ড অত্যন্ত সাধারণ। ৪০টি ম্যাচে নজরকাড়া পারফরম্যান্সের সংখ্যাও খুব কম। সেই কারণেই সম্ভবত গত বছরের মতো এবারেও দল পেলেন না সরফরাজ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/26/a8b6ff68f7b82a439cc01d7080f30960efb5b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
২০১৫ সালে টিনএজে অভিষেক ঘটালেও, আইপিএলে সরফরাজের রেকর্ড অত্যন্ত সাধারণ। ৪০টি ম্যাচে নজরকাড়া পারফরম্যান্সের সংখ্যাও খুব কম। সেই কারণেই সম্ভবত গত বছরের মতো এবারেও দল পেলেন না সরফরাজ।
5/10
![আইপিএল কিংবদন্তি বললে যাঁদের নাম উঠে আসবে, তাঁদের অন্যতম ডেভিড ওয়ার্নার। পরিসংখ্যানের নিরিখে আইপিএলের সফলতম বিদেশি ব্যাটার। অধিনায়ক হিসাবে জিতেছেন আইপিএল, পেয়েছেন তিন বারের সর্বাধিক রানসংগ্রাহকের পুরস্কারও।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/26/f8642fa7cdc1c18c004401481536fe44e8856.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আইপিএল কিংবদন্তি বললে যাঁদের নাম উঠে আসবে, তাঁদের অন্যতম ডেভিড ওয়ার্নার। পরিসংখ্যানের নিরিখে আইপিএলের সফলতম বিদেশি ব্যাটার। অধিনায়ক হিসাবে জিতেছেন আইপিএল, পেয়েছেন তিন বারের সর্বাধিক রানসংগ্রাহকের পুরস্কারও।
6/10
![তবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো ওয়ার্নারের সম্ভবত আইপিএল সফর শেষ। তাঁর জন্য কোনও ফ্র্যাঞ্চাইজি দর হাঁকায়নি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/26/99ce1eb173b6d8fd511de33c8e2ec34fba77a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো ওয়ার্নারের সম্ভবত আইপিএল সফর শেষ। তাঁর জন্য কোনও ফ্র্যাঞ্চাইজি দর হাঁকায়নি।
7/10
![ওয়ার্নারের প্রাক্তন সতীর্থ তথা আরেক সানরাইজার্স প্রাক্তনী গত মরশুমে গুজরাত টাইটান্সের অংশ ছিলেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/26/5c3a562da0035c298c626f9eeb26a5152ea9d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ওয়ার্নারের প্রাক্তন সতীর্থ তথা আরেক সানরাইজার্স প্রাক্তনী গত মরশুমে গুজরাত টাইটান্সের অংশ ছিলেন।
8/10
![২০১৮ সালের মরশুমে অরেঞ্জ ক্যাপও জিতেছিলেন উইলিয়ামসন। তবে এবারের নিলামে তাঁকে দলে নিতে কেউ আগ্রহ দেখাননি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/26/a9b2983e0cd9b1c47d30fec657b67d16b9c8f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
২০১৮ সালের মরশুমে অরেঞ্জ ক্যাপও জিতেছিলেন উইলিয়ামসন। তবে এবারের নিলামে তাঁকে দলে নিতে কেউ আগ্রহ দেখাননি।
9/10
![এ বছরেই ইডেন গার্ডেন্সে সেঞ্চুরি এসেছিল জনি বেয়ারস্টোর ব্যাট থেকে। তবে সেই ইনিংস ছাড়া তেমন বড় রান পাননি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/26/879eca210e206416f038283bce9745a2bacfe.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এ বছরেই ইডেন গার্ডেন্সে সেঞ্চুরি এসেছিল জনি বেয়ারস্টোর ব্যাট থেকে। তবে সেই ইনিংস ছাড়া তেমন বড় রান পাননি।
10/10
![আন্তর্জাতিক ক্রিকেটেও সাম্প্রতিক সময় তেমন রান নেই। তাই হয়তো বাটলাররা বড় দর পেলেও নিলামে ব্রাত্যই থাকলেন বেয়ারস্টো। ছবি-পিটিআই](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/26/48dc39e3b4d1fd253a924d495353e8cbcf028.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আন্তর্জাতিক ক্রিকেটেও সাম্প্রতিক সময় তেমন রান নেই। তাই হয়তো বাটলাররা বড় দর পেলেও নিলামে ব্রাত্যই থাকলেন বেয়ারস্টো। ছবি-পিটিআই
Published at : 26 Nov 2024 06:25 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)