(Source: ECI/ABP News/ABP Majha)
Indian Football Team: জাতীয় দলের কথা মাথায় রেখে আইএসএল ক্লাবগুলিকে বিশেষ অনুরোধ স্তিমাচের
Indian Football: সামনেই এশিয়ান গেমসের পাশাপাশি এএফসি অনূর্ধ্ব ২৩ কোয়ালিফায়ার, বিশ্বকাপ কোয়ালিফায়ার, এএফসি এশিয়ান কাপের মতো টুর্নামেন্ট রয়েছে।
নয়াদিল্লি: সাম্প্রতিক সময়ে ভারতীয় ফুটবল দল (Indian Football Team) একের পর এক, তিন টুর্নামেন্ট জিতেছে। এই সাফল্যের সুবাদেই ফিফা ব়্যাঙ্কিংয়ে ১০০-র মধ্যে ঢুকে পড়েছে ব্লু টাইগার্সরা। ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদেই মিলেছে এশিয়ান গেমসে খেলার সুযোগও। জাতীয় দল যাতে আরও উন্নতি করতে পারে, সেই কথা মাথায় রেখেই আইএসএলের (ISL) ক্লাবগুলির উদ্দেশে সোশ্যাল মিডিয়া মারফৎ বিশেষ অনুরোধ জানালেন ভারতীয় সিনিয়র দলের কোচ ইগর স্তিমাচ (Igor Stimac)।
সামনেই এশিয়ান গেমসের পাশাপাশি এএফসি অনূর্ধ্ব ২৩ কোয়ালিফায়ার, বিশ্বকাপ কোয়ালিফায়ার, এএফসি এশিয়ান কাপের মতো টুর্নামেন্ট রয়েছে। সেই কারণেই আইএসএলের ক্লাবগুলিকে তাদের দলের খেলোয়াড়দের জাতীয় দলের ক্যাম্পের জন্য ছেড়ে দেওয়ার অনুরোধ করেছেন স্তিমাচ। বছরের শেষের দিকে আয়োজিত এই টুর্নামেন্টগুলির প্রস্তুতি সারার জন্যই ক্লাবগুলিকে তাদের খেলোয়াড় ছাড়ার অনুরোধ করেছেন তিনি। স্তিমাচ লেখেন, 'আমি সকল আইএসএল ক্লাবগুলিকে অনুরোধ জানাচ্ছি। ভারতীয় ফুটবল এখন খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গায় রয়েছে। আমরা সাফল্য লাভের উদ্দেশ্যে বিগত কয়েক বছর ধরে খুবই খাটাখাটনি করেছি। সাফল্য লাভের এই ধারা অব্যাহত রাখার জন্য সকলকে একসঙ্গে কাজ করতে হবে।'
তিনি আরও যোগ করেন, 'সামনের কয়েক মাসেই এএফসি অনূর্ধ্ব ২৩ কোয়ালিফায়ার, এশিয়ান গেমস, বিশ্বকাপ কোয়ালিফায়ার, এএফসি এশিয়ান কাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টগুলি রয়েছে, সেই কারণেই আরও বেশি করে সকল ক্লাবগুলি আমাদের পাশে থাকার অনুরোধ করছি। আমরা এশিয়ার সেরা দলগুলির বিরুদ্ধে মাঠে দেশের সেরা ফুটবলারদের নামাতে আগ্রহী। আমরা প্রমাণ করতে চাই যে আমাদের দল হিসাবে হেলাফেলা করা যাবে না।'
A sincere request to all ISL clubs and their respective coaches 🙏🏼💙@MumbaiCityFC @mohunbagansg @eastbengal_fc @bengalurufc @ChennaiyinFC @KeralaBlasters @NEUtdFC @JamshedpurFC @HydFCOfficial @FCGoaOfficial @OdishaFC @RGPunjabFC pic.twitter.com/rX4Gzh02Pw
— Igor Štimac (@stimac_igor) August 5, 2023
স্তিমাচ পাশাপাশি দলের উন্নতির জন্য কোচদের ছাড়াও ক্লাবগুলিকে ধন্যবাদ জানিয়েছেন। 'বিগত কয়েক বছরে আমাদের খেলোয়াড়দের উন্নতির জন্য ক্লাবগুলি যে পরিমাণ খাটা খাটনি করেছে, তার জন্য বাহবা প্রাপ্য। এর ফলাফল তো জাতীয় দলের সাফল্যের মাধ্যমে স্পষ্টভাবেই ফুটে উঠছে। আমি সকল ক্লাব এবং তাদের সব কোচেদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদের অনুরোধ করছি বিশ্বকাপ কোয়ালিফায়ার ও এএফসি এশিয়ান কাপের জন্য নভেম্বর, ডিসেম্বর মাসব্যাপী দীর্ঘ জাতীয় ক্যাম্পের জন্য আমাদের পাশে থাকুন। 'বলেন ভারতীয় কোচ।
আরও পড়ুন: এই মাঠেই রেকর্ড গড়েছেন গাওস্কর, কপিল, সচিন, নরেন্দ্র মোদি স্টেডিয়াম যেন ক্রিকেটের কলোসিয়াম