Indian Football Team: ফিরলেন আনোয়ার-জিকসন, বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচে ভারতীয় দলে সুযোগ পেলেন কারা?
Igor Stimac: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ও ২০২৭ সালের এএফসি এশিয়ান কাপের জন্য এই বাছাই পর্বে ভারত আপাতত দ্বিতীয় রাউন্ডের গণ্ডি পেরনোর লক্ষ্য নিয়ে এগোচ্ছে।
![Indian Football Team: ফিরলেন আনোয়ার-জিকসন, বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচে ভারতীয় দলে সুযোগ পেলেন কারা? Indian Football Team Head Coach Igor Stimac announces list of probables for FIFA World Cup Qualifiers against Afghanistan Indian Football Team: ফিরলেন আনোয়ার-জিকসন, বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচে ভারতীয় দলে সুযোগ পেলেন কারা?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/07/f0430241406c9f42676dd3e43b499f50170982438709550_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: আফগানিস্তানের (India vs Afghanistan) বিরুদ্ধে ২০২৬ সালের বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বের দুটি ম্যাচের জন্য ৩৫ জন সম্ভাব্য ফুটবলারের তালিকা প্রকাশ করলেন ভারতীয় দলের হেড কোচ ইগর স্তিমাচ (Igor Stimac)।
২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ও ২০২৭ সালের এএফসি এশিয়ান কাপের জন্য এই বাছাই পর্বে ভারত আপাতত দ্বিতীয় রাউন্ডের গণ্ডি পেরনোর লক্ষ্য নিয়ে এগোচ্ছে। সেই লক্ষ্যে আগামী ২১ মার্চ ও ২৬ মার্চ আফগানিস্তানের বিরুদ্ধে দুটি ম্যাচ খেলবে ভারতীয় দল। প্রথমটি অ্যাওয়ে ম্যাচ, যা হবে সৌদি আরবে। পরেরটি হোম ম্যাচ, যা হবে গুয়াহাটিতে।
আগামী বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে ভারত রয়েছে ‘এ’ গ্রুপে। কাতার, কুয়েত ও আফগানিস্তানের সঙ্গে। এই গ্রুপে ভারত এখন রয়েছে তিন নম্বরে। দুটির মধ্যে একটি ম্যাচে জিতে তাদের সংগ্রহ তিন পয়েন্ট। কুয়েতেরও সংগ্রহ তিন পয়েন্ট। কিন্তু গোলপার্থক্যে ভারতের (-২) চেয়ে এগিয়ে তারা (৩)। তাই আফগানিস্তানের বিরুদ্ধে শুধু জয় না, ভাল ব্যবধানও রাখা দরকার সুনীল ছেত্রীদের।
জানুয়ারিতে এএফসি এশিয়ান কাপে ভারত যে দল নিয়ে যায়, সেই দলের দুই ফুটবলার এই তালিকায় নেই। সন্দেশ ঝিঙ্গন ও উদান্ত সিংহ। চোটের কারণে এই তালিকায় নেই ঝিঙ্গন। সেই দলে না থাকা খেলোয়াড়দের মধ্যে ফেরানো হয়েছে আনোয়ার আলি, জিকসন সিংহ ও নন্দকুমার শেকরকে।
কলকাতার দুই প্রধানের এগারোজন ফুটবলার এই দলে রয়েছেন। মোহনবাগান সুপার জায়ান্টের আটজন ও ইস্টবেঙ্গল এফসি-র তিনজন ফুটবলারকে এই তালিকায় রেখেছেন ভারতীয় দলের কোচ। এই ফুটবলারদের নিয়ে প্রস্তুতি শিবির করবেন তিনি। এ জন্য আগামী ১৫ থেকে ২৯ মার্চ বন্ধ থাকবে ইন্ডিয়ান সুপার লিগ।
স্তিমাচের ঘোষিত ৩৫ জনের দল
গোলরক্ষক: অমরিন্দর সিংহ, গুরপ্রীত সিংহ সান্ধু, বিশাল কায়েথ, ফুর্বা লাচেনপা।
ডিফেন্ডার: আকাশ মিশ্র, লালচুংনুঙ্গা, মেহতাব সিংহ, নিখিল পূজারি, প্রীতম কোটাল, রাহুল ভেকে, শুভাশিষ বসু, নরেন্দর গেহলট, আনোয়ার আলি, রোশন সিংহ নাওরেম, অময় রানাওয়াডে, জয় গুপ্ত।
মিডফিল্ডার: অনিরুদ্ধ থাপা, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, দীপক টাংরি, লালেংমাওইয়া রালতে, লিস্টন কোলাসো, নাওরেম মহেশ সিংহ, সহাল আব্দুল সামাদ, সুরেশ সিংহ ওয়াংজাম, জিকসন সিংহ, লালথাথাঙ্গা খলরিং, ইমরান খান।
ফরওয়ার্ড: ঈশান পন্ডিতা, লালিয়ানজুয়ালা ছাংতে, মনবীর সিংহ, রাহুল কানোলি প্রবীণ (কেপি), সুনীল ছেত্রী, বিক্রম প্রতাপ সিংহ, নন্দকুমার শেকর, ইসাক ভানলালরুয়াতফেলা। (তথ্যসূত্র: আইএসএল মিডিয়া)
আরও পড়ুন: দ্বিগুণ দাম দিয়ে টিকিট কিনতে হবে সবুজ-মেরুন ভক্তদের! ডার্বি বয়কটের ডাক মোহনবাগানের
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)