Indian football team Camp Kolkata: ১৫ বছর পর কলকাতায় ফের ভারতীয় ফুটবল দলের ক্যাম্প
আগামী মাসে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে ভারতের। তাঁর আগেই এই ক্যাম্প। আগামী ১৬ অগাস্ট থেকে শুরু হবে ক্যাম্প। এআইএফএফের তরফে এক বিবৃতিতে এমনই জানানো হয়েছে।
নয়াদিল্লি: প্রায় ১৫ বছর পর কলকাতার মাটিতে ফের একবার ভারতীয় ফুটবল দলের ক্যাম্প আয়োজিত হতে চলেছে। আগামী ১৫ অগাস্টের মধ্যেই ফুটবলার থেকে শুরু করে দলের সবাই এসে পৌঁছে যাবেন কলকাতায়। আগামী মাসে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে ভারতের। তাঁর আগেই এই ক্যাম্প। আগামী ১৬ অগাস্ট থেকে শুরু হবে ক্যাম্প। এআইএফএফের তরফে এক বিবৃতিতে এমনই জানানো হয়েছে।
এর আগে ২০০৬ সালে ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলার আগে কলকাতায় ক্যাম্পে অংশ নিয়েছিলেন ভারতীয় ফুটবলাররা। সৌদি আরবের বিরুদ্ধে যোগ্যতা অর্জনকারী ম্যাচ ছিল সেবার। তার আগেই এই ক্যাম্পে অংশ নিয়েছিলেন ভারতীয় ফুটবলাররা। এরপর ফের একবার কলকাতায় জাতীয় দলের ক্যাম্প।
আসন্ন ক্যাম্পটি করোনা আবহের মধ্যেই কলকাতায় হতে চলেছে। তাই বিধিনিষেধও রয়েছে। জৈব সুরক্ষা বলয়ে থাকতে হবে ফুটবলার, সাপোর্ট স্টাফ প্রত্যেককেই। এমনকী প্রতিদিন টেস্টও হবে তাঁদের।
জাতীয় দলের কোচ ইগর স্টিমাচ প্রাথমিকভাবে ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন। শুধুমাত্র এটিকে মোহনবাগান ও ব্যাঙ্গালোর এফসির ফুটবলারদের পাওয়া যাবে না ক্যাম্পে। কারণ তাঁরা মালদ্বীপে এএফসি কাপের জন্য খেলতে যাবেন। ক্লাবের হয়ে দায়িত্ব পালনের পরই এই দুটো ক্লাবের ফুটবলাররা ক্যাম্পে অংশ নেবেন।
ভারতীয় দলের কোচ স্টিমাচ বলেন, ‘আমি ভীষণ খুশি আমার প্লেয়ারদের নিয়ে। সামনে যা যা চ্যালেঞ্জ রয়েছে, তার সম্মুখীন হতে চাই একসঙ্গে। দুটো ভারতীয় ক্লাবকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি, তারা যেন এএফসি কাপে ভাল পারফর্ম করে।’
২৩ সদস্যের ভারতীয় দল, যারা ক্যাম্পে অংশ নিতে চলেছেন তাঁরা হলেন --
গোলরক্ষক: ধীরাজ সিংহ, বিশাল কেইথ
ডিফেন্ডার: আশিস রাই, সেরিটন ফার্নান্ডেজ, আদিল খান, চিংলেনসানা সিংহ, নরেন্দ্র, রাহুল ভেকে, আকাশ মিশ্রা, মানদার রাও দেশাই
মিডফিল্ডার: লালেংমাওইয়া, গ্লেন মার্টিন্স, জিকসন সিংহ, অনিরুদ্ধ থাপা, ব্রেন্ডন ফার্নান্ডেজ, আবদুল সামাদ, হলিচরণ, বিপিন সিংহ, ইয়াসির মহম্মদ
ফরোয়ার্ড: রাহুল কেপি, ফারুখ চৌধুরী, ঈশান পন্ডিতা, রহিম আলি