ABP Exclusive: কোচ আরও ৫ বছর চান, তিনি নিজে কী ভাবছেন? অবসর নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুনীলের
Sunil Chhetri: জাতীয় দলের কোচ ইগর স্তিমাচ আরও পাঁচ বছর খেলতে দেখতে চান। সুনীল ছেত্রী নিজে কী ভাবছেন? আরও পাঁচ বছর মানে তো তাঁর বয়স হবে ৪৩। খেলা চালিয়ে যাওয়া সম্ভব?
কলকাতা: কে বলে চল্লিশে চালশে!
সামনের মাসে ৩৯ পূর্ণ করবেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। অথচ এখনও যেন একুশের তরুণের মতো ফিট। প্রাণবন্ত। মাঠে দৌড়চ্ছেন। বল দখলের লড়াইয়ে নিজেকে নিংড়ে দিচ্ছেন। গোল করছেন। দলকে জেতাচ্ছেন।
দেখলে মনে পড়ে যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) সেই বিখ্যাত মন্তব্য। 'ফর্ম ইজ় টেম্পোরারি, ক্লাস ইজ় পার্মানেন্ট।'
মাঠে লালরিনজুয়ালা ছাংতে-সাহাল আব্দুল সামাদের মতো তরুণের সঙ্গে পাল্লা দিয়ে খেলে চলেছেন সুনীল। ভারতীয় ফুটবলের (Indian Football) কিংবদন্তি। যাঁকে জাতীয় দলের কোচ ইগর স্তিমাচ আরও পাঁচ বছর খেলতে দেখতে চান। সুনীল ছেত্রী নিজে কী ভাবছেন? আরও পাঁচ বছর মানে তো তাঁর বয়স হবে ৪৩। খেলা চালিয়ে যাওয়া সম্ভব?
এবিপি লাইভের প্রশ্নে জাতীয় ফুটবল দলের অধিনায়ক বললেন, 'আমি জানি না। ৫ বছর আমি অধিনায়ক থাকব না হয়তো। নির্ভর করছে কোচ কী চাইছেন, বা অধিনায়ক কী চাইছে, তার ওপর।' এরপরই সুনীল বললেন, 'তবে আমি মনের দিক থেকে যেদিন সাড়া পাব না, অবসরের কথা ভাবব। এখনকার কথা বলতে পারি, আমি মানসিকভাবে দারুণ জায়গায় রয়েছি। ফিট রয়েছি। লম্বা কেরিয়ারে ভাল-খারাপ সময় আসে। আমি কেরিয়ারের খুব খারাপ দিন দেখেছি। আবার সবচেয়ে উজ্জ্বল দিনও দেখেছি। মন থেকে এখনও বলে চলেছে, লড়ে যাও। তাই মাঠে নেমে নিজের সেরাটা দিতে মুখিয়ে থাকি। যেদিন মন থেকে সেই বার্তাটা পাব না, সেদিনই সিদ্ধান্ত নিয়ে ফেলব। তার আগে আমি এখন ফুটবল ভীষণ উপভোগ করছি।'
অধিনায়ক হিসাবে ট্রফি জয়ের হ্যাটট্রিক করেছেন। প্রথমে ত্রিদেশীয় সিরিজ। তারপর ইন্টারকন্টিনেন্টাল কাপ। তারপর সাফ চ্যাম্পিয়নশিপ। অপ্রতিরোধ্য গতিতে দৌড়ে চলেছে ক্যাপ্টেন ছেত্রীর জয়রথ। সামনে কিংস কাপ ও মারডেকা কাপ। দুই টুর্নামেন্টেই অন্যতম ফেভারিট ভারত। তবে সুনীলের কাছে পাখির চোখ এএফসি এশিয়ান কাপ। যেখানে অস্ট্রেলিয়া, উজবেকিস্তানের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে লড়তে হবে ভারতকে। আর সেই পরীক্ষার আগে অন্তত এক মাসের জাতীয় শিবির চান কোচ স্তিমাচ। সুনীলও সেই সুরেই গলা মেলাচ্ছেন।
সুনীল বলছেন, 'আমিও দীর্ঘকালীন শিবিরের পক্ষে। একসঙ্গে প্র্যাক্টিস করলে নিজেদের মধ্যে বোঝাপড়া বাড়ে।' যোগ করছেন, 'আমাদের এশিয়ার সেরা দলগুলির বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলা উচিত। জাপান, সৌদি আরবের মতো দেশগুলির বিরুদ্ধে খেললে বুঝতে পারব, দল হিসাবে ঠিক কোন জায়গায় আছি।'
আরও পড়ুন: প্রয়াত ব্যালঁ ডি অর জয়ী তারকা লুইস সুয়ারেজ়, শোকস্তব্ধ ফুটবল দুনিয়া
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial