এক্সপ্লোর
IPL 2025: মুস্তাফিজুর সহ দল পেলেন না কোনও বাংলাদেশি, নিলামে ব্রাত্য থাকলেন বেশ কয়েকজন তারকাও
IPL 2025 Auction: আইপিএলের নিলামের টেবিল নাম উঠলেও কোনও দলই বাংলাদেশের কোনও ক্রিকেটারকে নিতে রাজি হয়নি। মুস্তাফিজুর রহমনও দল পাননি।

মুস্তাফিজুর রহমন
1/9

আইপিএলে মুস্তাফিজুর রহমন বাংলাদেশের সবচেয়ে বড় তারকা প্লেয়ার হিসেবে নিলামে নাম নথিভুক্ত করেছিলেন। বেস প্রাইস ২ কোটি রেখেছিলেন। কিন্তু কোনও দলই তাঁকে নিতে আগ্রহ দেখায়নি।
2/9

তালিকায় ছিলেন বাংলাদেশের আরও এক তরুণ অলরাউন্ডার রিষাদ হোসেন। তাঁর বেস প্রাইস ছিল ৭৫ লক্ষ। কিন্তু তিনিও কোনও দল পাননি।
3/9

নিউজিল্যান্ডের তারকা ব্যাটার ড্যারেল মিচেলও নিলামে অবিক্রিত রয়ে গিয়েছেন। ২ কোটি টাকা বেস প্রাইস ছিল তাঁর।
4/9

নিউজিল্যান্ডের সবচেয়ে বড় ক্রিকেট আইকন কেন উইলিয়ামসন বেস প্রাইস রেখেছিলেন ২ কোটি। তাঁকেও কোনও দল নেয়নি।
5/9

ময়ঙ্ক আগরওয়ালকেও কোনও দল নেয়নি আইপিএলে। ১ কোটি টাকা বেস প্রাইস রেখেছিলেন এই তারকা ক্রিকেটার।
6/9

পৃথ্বী শ তাঁর বেস প্রাইস রেখেছিলেন ৭৫ লক্ষ টাকা। তাঁকে নিতেও কোনও দল আগ্রহ দেখায়নি।
7/9

অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার স্টিভ স্মিথ ২ কোটি টাকা বেস প্রাইস রেখেছিলেন। তাঁকেও কোনও দল নেয়নি নিলামে।
8/9

জিম্বাবোয়ের তারকা ক্রিকেটার সিকান্দার রাজার বেস প্রাইস ছিল ১ কোটি ২৫ লক্ষ। কিন্তু কোনও দল নিলামে তাঁকে নেয়নি।
9/9

নিলামে সবচেয়ে বড় অঘটন ডেভিড ওয়ার্নারের দল না পাওয়া। টুর্নামেন্টের অন্যতম সেরা ব্যাটারের বেস প্রাইস ছিল ২ কোটি। কিন্তু প্রাক্তন অজি বাঁহাতি ওপেনারকে কোনও দল নেয়নি।
Published at : 25 Nov 2024 11:50 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
