Satwiksairaj-Chirag: বছর দু'য়েক পর ফের একবার ফরাসি ওপেন জয় সাত্ত্বিক-চিরাগের
French Open 2024: ৩৭ মিনিটের ম্যাচে ২১-১১, ২১-১৭ স্কোরলাইনে দাপুটে মেজাজে নিজেদের সুপার ৭৫০ খেতাব পুনরায় জিতলেন ভারতীয় জুটি।
প্যারিস: রবিবাসরীয় সন্ধ্যায় ২০২২-র পুনরাবৃত্তি ঘটল। বছর দু'য়েক পর ফের একবার ফরাসি ওপেন জিতলেন ভারতের তারকা শাটলার জুটি সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি (Satwiksairaj Rankireddy) ও চিরাগ শেট্টি (Chirag Shetty)। বিশ্বের এক নম্বর শাটলার জুটি স্ট্রেট গেমে চিনা তাইপের লি ঝি-হুই এবং ইয়ং পো-সুয়ানের জুটিকে পরাজিত করেন। ৩৭ মিনিটের ম্যাচে ২১-১১, ২১-১৭ স্কোরলাইনে দাপুটে মেজাজে নিজেদের সুপার ৭৫০ খেতাব পুনরায় জিতলেন ভারতীয় জুটি।
এশিয়ান গেমসজয়ী জুটি সাত্ত্বিক, চিরাগের এটি নাগাড়ে তৃতীয় ফাইনাল ছিল। তবে আগের দুই ফাইনালে মালয়েশিয়া ওপেন ১০০০ এবং ইন্ডিয়া সুপার ৭৫০-এ পরাজিত হতে হয়েছিল তাঁদের। এমনকী চাইনা মাস্টার্স সুপার ৭৫০-তেই গত বছরের শেষে রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল ভারতীয় জুটিকে। কিন্তু তিন ফাইনাল হারের পর অবশেষে ২০২৪ সালের প্রথম খেতাব এল ভারতীয় জুটির দখলে।
Special win calls for special dance moves ft. @satwiksairaj 🥳🕺#FrenchOpen2024#IndiaontheRise#Badminton pic.twitter.com/GJl1hBPY8i
— BAI Media (@BAI_Media) March 10, 2024
২০১৯ সালে প্রথমবার ফরাসি ওপেনের ফাইনালে পৌঁছেছিলেন সাত্ত্বিকরা। সেবার হারতে হয়েছিল তাঁদের। কিন্তু ২০২২ সালে এই ফরাসি ওপেন জিতেই নিজেদের কেরিয়ারের প্রথম সুপার ৭৫০ জেতেন সাত্ত্বিকরা। সেই একই টুর্নামেন্টে এল দ্বিতীয় সুপার ৭৫০। তাঁদের এই জয় ফের একবার তাঁদের কোচ পুলেল্লা গোপীচাঁদের দাবিকেই সত্যি প্রমাণ করল। কিংবদন্তি কোচের মতে প্যারিস অলিম্পিক্সে ফেভারিট হিসাবেই কোর্টে নামবেন সাত্ত্বিক, চিরাগ। তাঁদের ফর্ম দেখে সেই নিয়ে দ্বিমত জানানোর খুব একটা অবকাশ নেই।
সাত্ত্বিকরা কিন্তু বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়েই এই টুর্নামেন্টের ফাইনালে পৌঁছেছিলেন। শনিবার প্যারিসে ফরাসি ওপেনের সেমিফাইনালে দক্ষিণ কোরিয়ার ক্যাং মিনহিউক এবং সিও সিউঙজাইকে স্ট্রেট গেমে হারালেন ভারতীয় তারকারা। ম্যাচের স্কোর ভারতীয়দের পক্ষে ২১-১৩, ২১-১৬।
২০২২ সালের চ্যাম্পিয়ন সাত্ত্বিক, চিরাগের জুটির বিরুদ্ধে বিশ্বচ্যাম্পিয়নরা কিন্তু শুরুতে কাঁটায় কাঁটায় টক্কর দেন। প্রথম গেমে এক সময় ম্যাচের স্কোরলাইন ছিল ৫-৫। কিন্তু তারপরেই ভারতীয় জুটি ম্যাচের রাশ নিজেদের অধীনে নিয়ে নেন ভারতীয় শাটলাররা। নাগাড়ে ছয় ছয়টি পয়েন্ট জিতে নেন ভারতীয় তারকা শাটলারদ্বয়। প্রথম গেম জিতে নেওয়ার পর দ্বিতীয় গেমেও ভারতীয় জুটিই। ৪০ মিনিটেই শেষ হয়ে যায় দুই গেমের ম্যাচ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: বিসিসিআইয়ের চুক্তি থেকে বাদ শ্রেয়স, ঈশানের ভবিষ্যৎ কী? আপডেট দিলেন ভারতীয় কোচ দ্রাবিড়