Hima Das COVID-19 Positive: করোনা আক্রান্ত ভারতের তারকা মহিলা স্প্রিন্টার হিমা দাস
Hima Das COVID-19 Positive: হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে খুব তাড়াতাড়ি ট্র্যাকে ফেরার কথা ছিল হিমার। কিন্তু তার আগেই এই করোনা আক্রান্ত হলেন তিনি।
নয়াদিল্লিঃ করোনা আক্রান্ত হলেন হিমা দাস। ভারতের এই তারকা মহিলা স্প্রিন্টার নিজেই নিজের সোশ্যাল মিডিয়ায় এই খবর দিয়েছেন। হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে খুব তাড়াতাড়ি ট্র্যাকে ফেরার কথা ছিল হিমার। কিন্তু তার আগেই এই করোনা আক্রান্ত হলেন তিনি। নিজের ট্যুইটারে হিমা জানিয়েছেন, ''আমার করোনা সংক্রমণ ধরা পড়েছে। তবে আমার অবস্থা স্থিতিশীলই রয়েছে। বর্তমানে আইসোলেশনে রয়েছি। যে সময়টা আমাকে বিশ্রামে থাকতে হচ্ছে তাকে পুরো কাজে লাগিয়ে আগের থেকেও আরও ভালো অবস্থায় ট্র্যাকে ফিরব।''
I would like to inform everyone that I have been tested positive for Covid-19. I am stable and at the moment in isolation. I look forward to utilising this time to recover and come back stronger than before. 💪🏼
— Hima (mon jai) (@HimaDas8) October 13, 2021
A gentle reminder for
everyone to stay safe and wear mask.
কিছুদিন আগেই পাতিয়ালাতে অ্যাথলিটদের জাতীয় ক্যাম্পে অংশ নিতে গিয়েছিলেন তিনি। টোকিও অলিম্পিক্স থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন আগেই চোটের জন্য। এরপর চোটমুক্ত হয়ে সেই ক্যাম্পেই প্রস্তুতি শুরু করেছিলেন এই তরুণী। পাতিয়ালা থেকে ফেরার পরই করোনা আক্রান্ত হলেন হিমা। ৮ ও ৯ অক্টোবর হিমা গুয়াহাটি ছিলেন। সেই সময়ই তাঁর শরীর খারাপ লাগলেও তা অতটা গুরুত্ব দেননি তিনি। সেখান থেকে গত ১০ অক্টোবর পাতিয়ালা পৌঁছন। সেখানে কোভিড টেস্টের সময়ই করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি জানা যায়।
কিছুদিন আগেই অসম পুলিশের ডেপুটি সুপারিটেনডেন্ট হিসেবে নিযুক্ত হলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দৌড়বিদ হিমা দাস। এক বর্ণাঢ্য অনুষ্ঠানে সরকারিভাবে নিযুক্ত হয়ে হিমা জানান, ছোটবেলার স্বপ্নপূরণ হল। অসমের মুখ্যমন্ত্রী তথা দেশের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী সর্বানন্দ সোনওয়াল অনুষ্ঠানমঞ্চে হিমার হাতে তুলে দেন নিয়োগপত্র। অসম পুলিশের শীর্ষস্থানীয় কর্তারা হাজির ছিলেন যে অনুষ্ঠানে।