Shubman Meets Sheetal: বিশ্বের দুই পয়লা নম্বর তারকা, এক মঞ্চে দেখা হয়ে গেল শুভমন-শীতলের
Shubman Gill And Sheetal Devi: শুভমন শীতলের সঙ্গে ছবিও তোলেন। পরে সেই ছবি শুভমনই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।
নয়াদিল্লি: একজন বাইশ গজের দুনিয়ার বিশ্বের এক নম্বর। অন্যজন তিরন্দাজিতে।
শুভমন গিল (Shubman Gill) ও শীতল দেবী (Sheetal Devi)। ভারত ওয়ান ডে ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন হতে পারেনি। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়। তবে ব্যাট হাতে বছরটা স্মরণীয় হয়ে রয়েছে শুভমনের। এক ক্যালেন্ডার বর্ষে ১৫৮৪ রান করে হইচই ফেলে দিয়েছেন শুভমন। বাবর আজ়মকে সরিয়ে শুভমনই এখন ওয়ান ডে ক্রিকেটে বিশ্বের এক নম্বর ব্যাটার।
অন্যদিকে, প্যারা তিরন্দাজিতে গোটা বিশ্বকে চমকে দিয়েছে শীতল দেবী। বয়স মাত্র ১৬। দুই হাত নেই। পা দিয়ে তির ছুড়ে বিশ্বব়্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এসেছেন। রবিবার এক মঞ্চে দুই তারকার দেখা হয়ে গেল।
শুভমন শীতলের সঙ্গে ছবিও তোলেন। পরে সেই ছবি শুভমনই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। লেখেন, 'এশিয়ান গেমসে আমাদের দেশের পতাকা যাঁরা উচুতে তুলে ধরেছিলেন, তাঁদের সঙ্গে দেখা করে সম্মানিত বোধ করছি। মুন্সিয়ানার দুর্দান্ত প্রদর্শনী ওঁদের নিষ্ঠা ও ইচ্ছেশক্তি। জয়ের উদযাপন করতে এসেছি।'
এশিয়ান প্যারা গেমসে (Hangzhou Asian Para Games 2023) সবার নজর কেড়ে নিয়েছিল শীতল দেবী। শুধু দুটি সোনা ও একটি রুপো জেতার জন্য নয়। বরং অসাধ্য সাধনের জন্য। লড়াকু মনোভাব ও অদম্য ইচ্ছাশক্তির জন্য। সেই ইচ্ছাশক্তিকে মূলধন করেই তিরন্দাজিতে (Armless Archery) বিশ্বের সেরার সিংহাসন ছিনিয়ে নিয়েছে। বিশ্বের এক নম্বর এখন ভারতের ষোড়শী শীতল।
শুনলে অবাক হতে হবে যে, শীতলের দুটি হাত নেই। তবে তাতেও অদম্য! মনের জোরকে সঙ্গী করে নজির গড়ল। পা দিয়ে তির ছুড়েই অসাধ্য সাধন।
ভারতের (India) এই মহিলা অ্যাথলিটের দুই হাতই নেই। প্রতিভা থাকলে শীতলের মতো অ্যাথলিটকে আটকে রাখা যে খুব কঠিন, সেটা ফের একবার প্রমাণিত হয়ে গেল। আন্তর্জাতিক মঞ্চে শীতল হল প্রথম অ্যাথলিট, যে দুটি হাত ছাড়াই তিরন্দাজিতে তিনটি পদক জিতেছে।
View this post on Instagram
২০১৯ সালে ভারতীয় আর্মি কিস্টওয়ারে একটি তিরন্দাজি প্রতিযোগিতার আয়োজন করেছিল। সেখানেই প্রথমবার শীতলকে দেখা যায়। বিশেষ ভাবে সক্ষম হলেও, লড়াকু মনোভাবের জন্য সবার মন জয় করে নেয়। ২০২২ সাল থেকে তিরন্দাজিকে কেরিয়ার হিসাবে বেছে নিয়েই জাতীয় চ্যাম্পিয়নশিপে নেমেছিল। পদক জিতে সবার নজরে চলে আসে। এর পর আর শীতলকে ঘুরে তাকাতে হয়নি।
আরও পড়ুন: ABP Exclusive: ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বাতিল বিমান-ট্রেন, বিজয়ওয়াড়ায় উদ্বেগে বাংলার টিটি খেলোয়াড়েরা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।