Priya Punia Mother Death: করোনায় ফের এক ভারতীয় ক্রিকেটার মাকে হারালেন
করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ প্রাণ কাড়ল প্রিয়া পুনিয়ার মায়ের।
নয়াদিল্লি: করোনার অভিশাপ যেন খেলার মাঠেরও পিছু ছাড়ছে না। মাত্র ১৪ দিনের ব্যবধানে করোনার কোপে নিজের মা ও দিদিকে হারিয়েছিলেন ভারতীয় মহিলা দলের গুরুত্বপূর্ণ সদস্য বেদা কৃষ্ণমূর্তি। এবার ফের এক ভারতীয় মহিলা দলের ক্রিকেটার মাতৃহারা হলেন। করোনায় প্রাণ হারালেন ভারতীয় মহিলা দলের ক্রিকেটার প্রিয়া পুনিয়ার মা। মঙ্গলবার প্রিয়া পুনিয়া নিজেই ট্যুইট করে মাকে হারানোর কথা সকলকে জানিয়েছেন। সেই সঙ্গে মা-বাবার সঙ্গে একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি।
করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ প্রাণ কাড়ল প্রিয়া পুনিয়ার মায়ের। রাজস্থানের ২৪ বছর বয়সী ক্রিকেটার প্রিয়া নিজেই সোশ্যাল মিডিয়ায় এই দুঃসংবাদ জানিয়েছেন। আবেগঘন বার্তায় তিনি লিখেছেন, 'আজ আমি উপলব্ধি করছি কেন তুমি আমাকে বারবার শক্ত থাকতে বলতে। একদিন তোমাকে হারানোর আঘাত সহ্য করতে হবে, এটা জেনেই হয়তো তুমি সে কথা বলতে। তোমাকে খুব মিস করব মা। দূরত্ব যতই থাকুক, আমি নিশ্চিত তুমি আমার সঙ্গেই থাকবে চিরদিন। আজীবন তোমাকে ভালোবাসব। তবে জীবনের কিছু সত্য মেনে নেওয়া ভীষণ কঠিন। তোমার স্মৃতি কোনও দিন ভুলে যাওয়ার নয়। মা, তুমি শান্তিতে থেকো'।
ভারতের হয়ে ৭টি ওয়ান ডে ও ৩টি টি-টোয়েন্টি খেলেছেন প্রিয়া। মাকে হারানোর পরেও পুনিয়া মানুষকে সচেতন থাকার বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, 'দয়া করে সকলে সমস্ত সতর্কতা মেনে চলুন এবং যথাযথ সাবধানতা অবলম্বন করুন। এই ভাইরাস বড়ই ভয়ঙ্কর। মাস্ক পরুন, সামাজিক দূরত্ববিধি বজায় রেখে নিরাপদে আর শক্তিশালী থাকুন'।
ভারতীয় মহিলা ক্রিকেট দল ইংল্যান্ড সফরে রওনা হবে ২ জুন। আগামীকাল মুম্বইয়ে দলের ক্রিকেটারদের জমায়েত হওয়ার কথা। পুরুষ দলের সদস্যদের সঙ্গেই ১৪ দিনের কঠোর কোয়ারেন্টিনে থাকতে হবে তাঁদের। তারপর সকলে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করতে পারবেন। চার্টার্ড বিমানে ভারতীয় মহিলা দল বিরাট কোহলিদের সঙ্গেই ইংল্যান্ড যাবে।