চার উইকেট ঝুলনের, মহিলা ক্রিকেটেও ভারতের কাছেও হারল দক্ষিণ আফ্রিকা

কিম্বারলি (দক্ষিণ আফ্রিকা): বিরাটদের পর এবার মিতালি-বাহিনীর হাতে পর্যুদস্ত দক্ষিণ আফ্রিকার মহিলা দল। কিম্বারলিতে প্রথম একদিনের ম্যাচে ৮৮ রানে জয় ভারতের। ঝুলন গোস্বামী নিলেন চার উইকেট। স্মৃতি মন্ধানা করলেন ৮৪। এদিন ডায়মন্ড ওভালে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় উইমেন ইন ব্লু। বাঁ-হাতি মন্ধানা ৯৮ বলে ৮৪ রান করেন। মারেন ৮টি চার ও ১টি ছক্কা। অধিনায়ক মিতালি রাজের (৪৫) সঙ্গে দ্বিতায় উইকেটে তিনি ৯৯ রানের পার্টনারশিপ করেন। মূলত তাঁর ব্যাটের ওপর ভর করে প্রোটিয়া প্রমীলা বাহিনীর বিরুদ্ধে ২১৩ রান তোলে ভারত। রান তাড়া করতে নেমে, ঝুলন গোস্বামী ও শিখা পাণ্ডের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা।দলের হয়ে সর্বোচ্চ রান করেন অধিনায়ক ডি ফন নাইকার্ক (৪১)। ২৪ রানে ৪ উইকেট নেন ঝুলন। তাঁকে যোগ্য সঙ্গ দেন শিখা। তিনি ২৩ রানের বিনিময়ে বিপক্ষের ৩ উইকেট তুলে নেন। বাকি কাজটা সারেন স্পিনার পুনম যাদব। তিনি ২২ রান দিয়ে ২ উইকেট পান। মাত্র ৪৩.২ ওভারে ১২৫ রানেই গুটিয়ে যায় প্রোটিয়া প্রমীলা বাহিনী।






















