এক্সপ্লোর
Advertisement
'সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় এসেছে', আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা যুবরাজ সিংহর
বর্ণময় আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ইতি টানলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার যুবরাজ সিংহ। বিশ্বকাপ চলার মাঝেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করলেন ২০১১ বিশ্বকাপের ম্যান অফ দ্য টুর্নামেন্ট।
মুম্বই: বর্ণময় আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ইতি টানলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার যুবরাজ সিংহ। বিশ্বকাপ চলার মাঝেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করলেন ২০১১ বিশ্বকাপের ম্যান অফ দ্য টুর্নামেন্ট। সেইসঙ্গে যবনিকা পড়ল ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় তারকা ক্রিকেটারের কেরিয়ারে।মুম্বইয়ে এক সাংবাদিক বৈঠকে আন্তর্জাতিক ক্রিকেটের সমস্ত ফর্ম্যাট থেকে অবসরের ঘোষণা করলেন তিনি।
২০০০-র ৩ সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর আর কখনও পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। দীর্ঘদিন ভারতের একদিনের দলের মিডল অর্ডারের নির্ভরযোগ্য ব্যাটসম্যান ছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ভারতকে বহু স্মরণীয় জয় এনে দিয়েছে তাঁর ব্যাট। ব্যাটিংয়ের সঙ্গে বাঁহাতি স্পিন বোলিংয়েও দলকে নির্ভরতা দিয়েছিলেন তিনি। ২০১১-র বিশ্বকাপে তাঁর অলরাউন্ড পারফরম্যান্স ভারতের ট্রফি জয়ের অন্যতম কারণ ছিল। ২০০৭-এর টি ২০ বিশ্বকাপে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডকে তাঁর ছয় বলে ছয়টি ছক্কা ভারতীয় ক্রিকেটের অনুরাগীদের স্মৃতিতে চির অমলিন হয়ে থাকবে।সেইসঙ্গে কেরিয়ারের শুরু থেকেই দুরন্ত ফিল্ডিং দক্ষতাও নজর কেড়েছে বিশেষজ্ঞ ও অনুরাগীদের।
অসাধারণ স্ট্রোক প্লে ও ক্লিন হিটিং দক্ষতার জন্য অত্যন্ত জনপ্রিয় ছিলেন যুবরাজ।
ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালে মহম্মদ কাইফের সঙ্গে দুরন্ত পার্টনারশিপে দলকে জয় এনে দেওয়ার অন্যতম নায়ক ছিলেন যুবরাজ।
সাদা বলের ক্রিকেটে অন্যতম সেরা ফিনিসার হিসেবে গণ্য হতেন যুবি।
২০১১-র বিশ্বকাপের পর ক্যানসার ধরা পড়ে তাঁর। সেই মারণ রোগের বিরুদ্ধে লড়াই করে ফের মাঠে ফিরে আসেন তিনি। ভারতীয় দলে ফিরে এসে ইংল্যান্ডের বিরুদ্ধে শতরানও করেন। এদিন যুবরাজ বলেছেন, ওই মারণ রোগ আমাকে গ্রাস করবে, এমনটা হতে দিতে পারতাম না।
ভারতীয় দলের হয়ে ৩০৮ একদিনের ম্যাচ খেলেছেন যুবরাজ। ৩৬.৫৫ গড়ে ৫২ হাফসেঞ্চুরি ও ১৪ সেঞ্চুরি সহ মোট ৮৭০১ রান করেছেন। একদিনের ক্রিকেটে তাঁর সর্বাধিক ইনিংস ১৫০।
৪০ টি টেস্ট খেলেছেন যুবরাজ। ৩৩.৯২ গড়ে তাঁর সংগ্রহ ১৯০০ রান। টেস্টে তাঁর রয়েছে তিনটি সেঞ্চুরি ও ১১ হাফসেঞ্চুরি।
ভারতের হয়ে ৫৮ টি টি ২০ ম্যাচ খেলেছেন যুবরাজ। টি ২০ তে মোট ১১৭৭ রান করেছেন তিনি। আটবার ৫০ বা তার বেশি রানের ইনিংস খেলেছেন তিনি। টি ২০ আন্তর্জাতিকে সবচেয়ে দ্রুত অর্ধশতরানের রেকর্ড রয়েছে তাঁর। ২০০৭-এর টি ২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ১২ বলে অর্ধশতরান করার কৃতিত্ব রয়েছে তাঁর দখলে। ওই ম্যাচেই ব্রডকে ছয় বলে ছয়টি ছয় মেরেছিলেন তিনি।
শুধুমাত্র ব্যাটিংই নয়, বল হাতেও সফল যুবরাজ। একদিনের ম্যাচে ভারতের হয়ে ১১১ উইকেট নিয়েছেন তিনি। তাঁর কেরিয়ারের সবচেয়ে ভালো বোলিং ৩১ রানে ৫ উইকেট। টেস্ট ক্রিকেটে ৯ এবং টি ২০ তে ২৮ উইকেট নিয়েছেন তিনি।
সুদীর্ঘ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করতে গিয়ে আবেগবিহ্বল হয়ে পড়েন যুবরাজ। তিনি বলেছেন, ২৫ বছর পর আমি সামনের দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ক্রিকেট আমাকে সবকিছুই দিয়েছে। ক্রিকেটের জন্যই আমি আজ এই জায়গায় পৌঁছেছি।
৩৭ বছরের যুবরাজ বলেছেন, ভারতের হয়ে প্রায় ৪০০ ম্যাচ খেলতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। ক্রিকেট খেলা শুরুর সময় এতটা পথ অতিক্রমের কথা কল্পনাও করিনি।
যুবরাজ বলেছেন, এই খেলা আমার কাছে কী, তা বোঝাতে পারব না। এই খেলা আমাকে লড়াই করতে শিখিয়েছে। আমি যতবার সফল হয়েছি, তার থেকে বেশিবার ব্যর্থ হয়েছি। কিন্তু কখনও হাল ছাড়িনি।
২০১১-র বিশ্বকাপ জয়, ফাইনালে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হওয়া, ইংল্যান্ডের বিরুদ্ধে এক ওভারে ছয়টি ছক্কা এবং ২০০৪-এ লাহোরে পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে সেঞ্চুরিকে তাঁর কেরিয়ারের সেরা তিন বিশেষ মুহূর্ত বলে চিহ্নিত করেছেন যুবরাজ।
ভারতের হয়ে শেষবার ২০১৭-তে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টি ২০ ম্যাচে তিনি শেষবার খেলেছিলেন। ২০১২-তে শেষ টেস্ট খেলেছিলেন তিনি।
চলতি বছর আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছিলেন যুবরাজ। তবে খুব বেশি ম্যাচে সুযোগ পাননি তিনি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
খুঁটিনাটি
Advertisement