বিশ্বকাপে ভারতের শেষ ম্যাচেই ধোনির অবসর ঘোষণা?
চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত ৭ ইনিংসে মাত্র ২২৩ রান এসেছে মাহির ব্যাট থেকে। মন্থর ব্যাটিংয়ের জন্য সমালোচনায় রক্তাক্ত হয়েছেন বারবার।

বার্মিংহাম: চলতি বিশ্বকাপ পর্যন্তই টিম ইন্ডিয়ার নীল জার্সিতে দেখা যাবে মহেন্দ্র সিংহ ধোনিকে? সংবাদসংস্থার খবর অনুযায়ী, বিশ্বকাপ শেষ হলেই না কি মাহি তাঁর বর্ণাঢ্য আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টানতে চলেছেন। এক ঘনিষ্ট বন্ধুকে জানিয়েছেন, ব্যাটিং ও উইকেটকিপিংয়ের মতো অবসরের বিষয়টাও ভাল বোঝেন তিনি। যা নিয়ে ক্রিকেটবিশ্বে জোরাল জল্পনা। চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত ৭ ইনিংসে মাত্র ২২৩ রান এসেছে মাহির ব্যাট থেকে। মন্থর ব্যাটিংয়ের জন্য সমালোচনায় রক্তাক্ত হয়েছেন বারবার। এর মাঝেই এক বিসিসিআই কর্তাকে উদ্ধৃত করে পিটিআইয়ের দাবি, ধোনিকে বোঝা খুবই কঠিন। তবে, যেভাবে ক্রিকেটের তিনটি ফর্ম্যাট থেকে নিজের অধিনায়কত্ব ছেড়েছিলেন তিনি, তাতে বিশ্বকাপের পর ধোনি ভারতের জার্সি পরে আদৌ খেলবেন কিনা, সেটা নিশ্চিত করে বলা সম্ভব নয়। সূত্রের খবর, ২০১৭-তেই অবসরের কথা ভেবেছিলেন ধোনি। শেষ পর্যন্ত, কোহলির অনুরোধে খেলা চালিয়ে যান। চলতি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে বিরাট-ব্রিগেড। এর মধ্যেই ফের তাঁর অবসর-জল্পনা। যদিও, এ নিয়ে নিয়ে সরকারিভাবে মুখ খুলতে নারাজ ভারতীয় বোর্ড কিংবা টিম ম্যানেজমেন্ট। ধোনির এক বন্ধুর দাবি, মাহি তাঁকে বলেছেন, আমার ব্যাটিং, উইকেট কিপিং আমি যত ভাল বুঝি, ততটাই ভাল করে জানি কবে অবসর নেব। এদিকে, সামনের অক্টোবরেই বর্তমান নির্বাচক কমিটির মেয়াদ শেষ হতে চলেছে। তারপরই আসবে নতুন নির্বাচক কমিটি। সামনের বছর আবার অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেক্ষেত্রে নতুন নির্বাচক কমিটি এলে পুরনো ক্রিকেটারদের উপর তার কোপ পড়তে পারে বলেও আশঙ্কা অনেকের।






















