এক্সপ্লোর
চোটের জন্য দক্ষিণ আফ্রিকা সিরিজে দলের বাইরে ঋদ্ধিমান, পরিবর্ত দীনেশ কার্তিক

নয়াদিল্লি: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ভারতীয় দলের পক্ষে খারাপ খবর। চোটের জন্য দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা। এবার হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য দলের বাইরে চলে গেলেন। তাঁর জায়গায় দলে নিয়ে আসা হয়েছে উইকেটরক্ষক ব্যাটসম্যান দীনেশ কার্তিককে। গত ১১ জানুয়ারি অনুশীলনের সময় চোট পেয়েছিলেন। এজন্য চলতি টেস্টে খেলতে পারেননি তিনি। এবার পুরো সিরিজের জন্যই দলের বাইরে চলে গেলেন তিনি। এটা টিম ইন্ডিয়ার পক্ষে বড় একটা ধাক্কা। আগামী ২৪ জানুয়ারি জোহানেসবার্গে তৃতীয় টেস্ট শুরু হবে। বিসিসিআইয়ের কার্যনির্বাহী সচিব অমিতাভ চৌধুরী জানিয়েছেন, নির্বাচক কমিটি ঋদ্ধিমানের জায়গায় দীনেশ কার্তিককে বেছে নিয়েছে। তিনি শেষ টেস্টের আগেই দলের সঙ্গে যোগ দেবেন। ৩২ বছরের কার্তিক ভারতের হয়ে ২৩ টি টেস্ট খেলেছেন। ২০১০-এ বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে দলে ছিলেন তিনি। উইকেটরক্ষক হিসেবে ৫১ টি ক্যাচ ও ৫ স্ট্যাম্পিং করেছেন কার্তিক। চলতি টেস্টে ঋদ্ধির জায়গায় খেলছেন পার্থিব পটেল। প্রথম টেস্টে উইকেটরক্ষক হিসেবে ঋদ্ধি দুরন্ত পারফর্ম করেছিলেন।প্রথম ভারতীয় উইকেটরক্ষক হিসেবে একটি টেস্টে ১০ টি ক্যাচ ধরার কৃতিত্ব অর্জন করেছিলেন তিনি। ২০১০-এ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অভিষেক হয়েছিল ঋদ্ধির। এখনও পর্যন্ত ৩২ টি ম্যাচ খেলে ৭৫ ক্যাচ ও ১০ স্ট্যাম্পিং রয়েছে তাঁর ঝুলিতে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















