এক্সপ্লোর
Advertisement
আমরা সৌভাগ্যবান, স্থানীয় প্রতিভাবান ক্রিকেটারদের দলে পেয়েছি, বলছেন উইলিয়ামসন
হায়দরাবাদ: দলের বোলারদের প্রশংসায় পঞ্চমুখ সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন। কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে গত ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৩২ রান করার পরেও যেভাবে তাঁর দল সহজ জয় পেয়েছে, তাতে খুশি উইলিয়ামসন। তিনি বলেছেন, ‘বোলাররা দারুণ পারফরম্যান্স দেখাচ্ছে। ওরা নিজেদের কাজটা খুব ভালভাবে জানে। আমরা সৌভাগ্যবান, বোলিংয়ের গভীরতা আছে। স্থানীয় প্রতিভাবান ক্রিকেটারদের দলে পাওয়াও সৌভাগ্যের বিষয়।’
পঞ্জাবের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন দুই স্পিনার রশিদ খান ও শাকিব আল হাসান। মূলত তাঁদের জন্যই লো-স্কোরিং ম্যাচে জয় পেয়েছে হায়দরাবাদ। এই জয়ে উচ্ছ্বসিত উইলিয়ামসন বলেছেন, ‘আগামী কয়েকটি ম্যাচে আমাদের কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে। সবাই আরও ভাল পারফরম্যান্স দেখতে চান। বোলাররা এই ধরনের পিচে দারুণ লড়াই করেছে। আমরা বাকি ম্যাচগুলিতেও এই ধারা বজায় রাখতে চাই।’
দলের বোলারদের পারফরম্যান্সে খুশি হলেও, ব্যাটসম্যানদের আরও বুদ্ধি করে খেলার পরামর্শ দিয়েছেন হায়দরাবাদের অধিনায়ক। তিনি বলেছেন, ‘কম রান করেও ম্যাচ জিতলে ভাল লাগে। পাওয়ার প্লে-তে আমরা ভাল বল করতে পারিনি। তবে শেষদিকে দারুণ বোলিং করেছি। আমরা ব্যাটিংয়ের ক্ষেত্রে আরও একটু বুদ্ধিমান হতে চাই। এই ধরনের পিচে ১৪৫ বা ১৫৫ রান করতে চাই। এই রান তুলতে পারলে এই ধরনের পিচে লড়াই করা যায়।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement