আইপিএল: বিফলে রাসেল-ঝড়, কেকেআর-কে ৫ উইকেটে হারাল চেন্নাই সুপার কিংস
চেন্নাই: রুদ্ধশ্বাস ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ৫ উইকেটে হারাল চেন্নাই সুপার কিংস। এদিন চিপকে কেকেআর-এর রাখা ২০৩ রানের লক্ষ্যমাত্রা ১ বল বাকি থাকতেই পার করে যায় ধোনি-ব্রিগেড।
চেন্নাইয়ের জয়ে এদিন বড় ভূমিকা নেন ইংল্যান্ডের তরুণ অল-রাউন্ডার স্যাম বিলিংস। ২৩ বলে ৫৬ রান করেন তিনি। মেরেছেন ৫টি ছয় ও ২টি চার। বিশাল টার্গেট তাড়া করার জন্য প্রয়োজন ছিল ভাল ওপেনিংয়ের। আর ঠিক সেই কাজটাই করেন দুই ওপেনার শেন ওয়াটসন (১৯ বলে ৪২) ও অম্বাতি রায়ুডু (২৬ বলে ৩৯)। চেন্নাইয়ের ইনিংস শুরুর ভিতটা ভাল গড়ে দেন এই দুজন। ওপেনিং উইকেটেই ওঠে ৭৫ রান।
এর আগে, আন্দ্রে রাসেলের বিধ্বংসী ব্যাটিংয়ের দৌলতে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ২০২ রানের বিশাল স্কোর দাঁড় করায় কলকাতা নাইট রাইডার্স। এদিন টসে জিতে কলকাতাকে প্রথমে ব্যাট করতে পাঠালেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি।
শুরুটা ভালই করেন নাইট ওপেনার সুনীল নারিন ও ক্রিস লিন। প্রথম ওভারেই ওঠে ১৮ রান। ২টি ছয় মারেন নারিন, একটি লিন। কিন্তু, এরপরই আউট হন নারিন (১২)। তিন নম্বরে নেমে নিজের ছন্দেই খেলা শুরু করেন রবিন উথাপ্পা। লিনের সঙ্গে তিনি পাওয়ারপ্লের পুরো ফায়দা তুলতে থাকেন। প্রথম পাঁচ ওভারে ৫০ পার করে নাইটদের রান।
ষষ্ঠ ওভারে আউট হন লিন(১৬ বলে ২২)। কিন্তু, তাতেও অবিচল ছিলেন উথাপ্পা। আট ওভারে ৮০ তুলে নেয় নাইটরা। এরপরই সাময়িক ছন্দপতন ঘটে। সুরেশ রায়নার দুরন্ত থ্রোতে রান আউট হন উথাপ্পা (১৬ বলে ২৯)। দ্রুত কয়েকটি উইকেট এই ফাঁকে চলে যায়। রান রেটও কিছুটা কমে আসে।
এই পরিস্থিতিতে মাঠে নামেন আন্দ্রে রাসেল। কার্যত আগের ম্যাচে যেখানে শেষ করেছিলেন, এদিন সেখান থেকেই শুরু করেন। অধিনায়ক দীনেশ কার্তিক (২৫ বলে ২৬) সঙ্গে নিয়ে দলের স্কোর এগিয়ে নিয়ে যেতে থাকেন তিনি।
এদিন যেন বিধ্বংসী মেজাজে ছিলেন এই ক্যারিবীয় অল-রাউন্ডার। সংহারের জন্য এদিন বেছে নেন স্বদেশীয় ডোয়েন ব্রাভোকে। রাসেল ব্যাট ঘোরাচ্ছিলেন, আর বল আছড়ে পড়ছিল দর্শকদের মাঝে। মাত্র ২৬ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন রাসেল। শেষ পর্যন্ত ৮৮ রান (৩৬ বল) অপরাজিত থাকেন তিনি। তাঁর ইনিংস সাজানো ছিল ১টি চার ও ১১টি ছক্কায়।
অন্যদিকে, এদিন চেন্নাইয়ের বোলাররা অসহায় ছিলেন রাসেলের সামনে। ব্রাভো ৩ ওভারে ৫০ রান দেন। ৩৯ রান দিয়ে ২ উইকেট নেন শেন ওয়াটসন। একটি করে উইকেট নেন হরভজন সিংহ, রবীন্দ্র জাডেজা ও শার্দুল ঠাকুর।
খেলা হচ্ছে চেন্নাইয়ের ঘরের মাঠে। ফলে, কিছুটা হলেও অ্যাডভান্টেজ পাবে মেন ইন ইয়েলো-রা। তবে, নাইটদের অ্যাডভান্টে আগের ম্যাচের ফল। উদ্বোধনী ম্যাচে যেখানে রোহিত শর্মার নেতৃ্ত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরে গিয়েছে সিএসকে, সেখানেই বিরাট কোহলির ব্যাঙ্গালোর রয়্যাল চ্যালেঞ্জার্সকে হারিয়ে উদ্দীপ্ত দীনেশ কার্তিকের কলকাতা। কলকাতা দলে একটি পরিবর্তন হয়েছে। মিচেল জনসনের জায়গায় প্রথম এগারোয় ঢুকেছেন টম কুরান।
কলকাতা: ক্রিস লিন, সুনীল নারিন, রবিন উথাপ্পা, নীতীশ রানা, দীনেশ কার্তিক, রিঙ্কু সিংহ, আন্দ্রে রাসেল, বিনয় কুমার, কুলদীপ যাদব, পীযুষ চাওলা ও টম কুরান।
চেন্নাই: শেন ওয়াটসন, অম্বাতি রায়ুডু, সুরেশ রায়না, স্যাম বিলিঙ্গস, মহেন্দ্র সিংহ ধোনি, রবীন্দ্র জাডেজা, ডোয়েন ব্রাভো, দীপক চহার, হরভজন সিংহ, শার্দুল ঠাকুর, ইমরান তাহির।