এক্সপ্লোর
Advertisement
ইডেনে ব্যাট হাতে আন্দ্রে রাসেলের তাণ্ডব, রুদ্ধশ্বাস জয় কলকাতা নাইট রাইডার্সের
কলকাতা: ইডেনে এবারের আইপিএল-এর প্রথম ম্যাচেই রোমহর্ষক জয় ছিনিয়ে নিল কলকাতা নাইট রাইডার্স। সৌজন্যে ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল। বল হাতে জোড়া উইকেট নেওয়ার পর চাপের মুহূর্তে ব্যাট করতে নেমে ১৯ বল ৪৯ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন রাসেল। ওপেনার নীতীশ রানাও ভাল পারফরম্যান্স দেখান। তিনি করেন ৬৮ রান। তিন নম্বরে নামা রবিন উথাপ্পার অবদান ৩৫। শুভমান গিল ১৮ রানে অপরাজিত থাকেন। শেষ ওভারে দু’টি ছক্কা মেরে দলকে জেতান এই তরুণ।
এই ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৩ উইকেটে ১৮১ রান করে সানরাইজার্স হায়দরাবাদ। ওপেনার ডেভিড ওয়ার্নার ৫৩ বলে ৮৫ রান করেন। তাঁর ইনিংসে ছিল তিনটি ছক্কা ও ৯টি বাউন্ডারি। অপর ওপেনার জনি বেয়ারস্টো করেন ৩৯ রান। তিন নম্বরে নামা বিজয় শঙ্কর ২৪ বলে ৪০ রানে অপরাজিত থাকেন। ওয়ার্নার যতক্ষণ ক্রিজে ছিলেন, ততক্ষণ মনে হচ্ছিল হায়দরাবাদ ২০০ রান পেরিয়ে যাবে। তবে অস্ট্রেলিয়ার এই বাঁ হাতি ব্যাটসম্যান ফিরে যাওয়ার পরে আর বেশি রান ওঠেনি।
রান তাড়া করতে নেমে শুরুতেই ক্রিস লিনের (৭) উইকেট হারায় কেকেআর। এরপর নীতীশ ও উথাপ্পা দলকে লড়াইয়ে ফেরান। অধিনায়ক দীনেশ কার্তিক মাত্র ২ রান করে প্যাভিলিয়নে ফেরেন। সেই সময় মনে হচ্ছিল কেকেআর হেরে যাবে। ইডেনের একদিকের বাতিস্তম্ভের কয়েকটি আলো নিভে যাওয়ায় কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। ফের খেলা শুরু হওয়ার পর দেখা যায় রাসেলের তাণ্ডব। শুভমান তাঁকে যোগ্য সঙ্গত করেন। চার উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় কেকেআর।
এই ম্যাচে নাইট রাইডার্সের হয়ে খেলেন ক্রিস লিন, সুনীল নারিন, রবিন উথাপ্পা, শুভমান গিল, নীতীশ রানা, দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, পীযূষ চাওলা, কেদার যাদব, লকি ফার্গুসন ও প্রসিদ্ধ কৃষ্ণ। এই ম্যাচে কেকেআর-এর হয়ে অভিষেক হয় ফার্গুসনের। হায়দরাবাদের হয়ে আবার অভিষেক হয় বেয়ারস্টোর। ঘরের মাঠে প্রথম ম্যাচ জিতে ১২-তম আইপিএল-এর শুরুটা ভালভাবে করল কার্তিকের দল।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement