এক্সপ্লোর
Advertisement
আইপিএল-এ ৫,০০০ রান রায়নার, ব্যাঙ্গালোরকে ৭ উইকেটে হারাল চেন্নাই
চেন্নাই: এবারের আইপিএল-এর উদ্বোধনী ম্যাচে গতবারের ফাইনালের পুনরাবৃত্তি। রানার্স রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে সহজেই সাত উইকেটে হারিয়ে দিল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। এই ম্যাচেই অসাধারণ নজির গড়লেন চেন্নাইয়ের অভিজ্ঞ ব্যাটসম্যান সুরেশ রায়না। আইপিএল-এ তাঁর ৫,০০০ রান পূর্ণ হল। প্রথম ম্যাচ জিতে দারুণভাবে এবারের আইপিএল শুরু করল চেন্নাই।
এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে ব্যাঙ্গালোরকে ৭০ রানে অলআউট করে দেয় মহেন্দ্র সিংহ ধোনির দল। অসাধারণ বোলিং করেন তিন স্পিনার ইমরান তাহির, হরভজন সিংহ ও রবীন্দ্র জাডেজা। তাহির মাত্র ৯ রান দিয়ে ৩ উইকেট নেন। হরভজন ২০ রান দিয়ে নেন ৩ উইকেট। ১৫ রান দিয়ে জোড়া উইকেট নেন জাডেজা। একটিমাত্র বল করে এক উইকেট নেন ডোয়েন ব্র্যাভো। আরসিবি-র হয়ে দুই অঙ্কের রান করেন শুধু ওপেনার পার্থিব পটেল (২৯)।
এই ম্যাচের শুরু থেকেই উইকেট হারাতে থাকে ব্যাঙ্গালোর। প্রথমে ফিরে যান অধিনায়ক বিরাট কোহলি (৬)। মইন আলি (৯), এবি ডিভিলিয়ার্স (৯), শিমরন হেটমায়ার (০), আইপিএল-এ প্রথম ম্যাচ খেলতে নামা শিবম দুবে (২), কলিন ডে গ্র্যান্ডহোম (৪) বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি। পার্থিব একা লড়াই করেন। ১৭.১ ওভারেই অলআউট হয়ে যায় আরসিবি।
সহজ টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই শেন ওয়াটসনের (০) উইকেট হারায় চেন্নাই। তবে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলতে কোনও অসুবিধা হয়নি। অম্বাতি রায়াডু করেন ২৮ রান। রায়না করেন ১৯ রান। কেদার যাদব ১৩ ও জাডেজা ৬ রানে অপরাজিত থাকেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement