এক্সপ্লোর
Advertisement
আজ চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের লড়াই, জেনে নিন-কোথায় ও কখন দেখা যাবে ম্যাচ
চেন্নাই তিনবার ও কলকাতা দুই বারের আইপিএল চ্যাম্পিয়ন। দুটি দল এখনও পর্যন্ত ১৯ বার মুখোমুখি হয়েছে। ফলাফলের বিচারে ১১ ম্যাচ জিতে এগিয়ে মহেন্দ্র সিংহ ধোনির দল। অন্যদিকে দীনেশ কার্তিকের দল জিতেছে নয়টি ম্যাচে। তবে ঘরের মাঠে নাইটদের বিরুদ্ধে বরাবরই দাপট দেখিয়েছে চেন্নাই। এমএ চিদম্বরম স্টেডিয়ামে আটটির মধ্যে ছয়টি ম্যাচই জিতেছে চেন্নাই।
চেন্নাই: আজ চেন্নাইয়ে আইপিএলে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দুই দলের লড়াই। গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ঘরের মাঠে মুখোমুখি হচ্ছে এবার এখনও পর্যন্ত পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা কলকাতা নাইট রাইডার্সের। নেট রান রেটের বিচারে পয়েন্ট তালিকায় চেন্নাইয়ের ওপরে রয়েছে কলকাতা। দুটি দলই পাঁচটি ম্যাচ খেলে চারটি করে জিতেছে। দুটি দলকেই এখনও পর্যন্ত টুর্নামেন্টে সবচেয়ে শক্তিশালী মনে হয়েছে।
চেন্নাই তিনবার ও কলকাতা দুই বারের আইপিএল চ্যাম্পিয়ন। দুটি দল এখনও পর্যন্ত ১৯ বার মুখোমুখি হয়েছে। ফলাফলের বিচারে ১১ ম্যাচ জিতে এগিয়ে মহেন্দ্র সিংহ ধোনির দল। অন্যদিকে দীনেশ কার্তিকের দল জিতেছে নয়টি ম্যাচে। তবে ঘরের মাঠে নাইটদের বিরুদ্ধে বরাবরই দাপট দেখিয়েছে চেন্নাই। এমএ চিদম্বরম স্টেডিয়ামে আটটির মধ্যে ছয়টি ম্যাচই জিতেছে চেন্নাই।
দুটি দলই তাদের শেষ ম্যাচে দাপটের সঙ্গে জয় পেয়েছে। গত শনিবার কিংস ইলেভেন পঞ্জাবকে হারিয়েছে চেন্নাই। অন্যদিকে, জয়পুরে রাজস্থান রয়্যালয়কে হেলায় হারিয়ে দিয়েছে নাইট রাইডার্স।
চিপকের পিচ স্পিনারদের পক্ষে অনুকূল। আর দুই দলেরই রয়েছে কয়েকজন ভালো স্পিনার। সিএসকে দলে রয়েছেন ইমরান তাহির, হরভজন সিংহ, রবীন্দ্র জাডেজার মতো স্পিনার। অন্যদিকে, পিছিয়ে নেই কেকেআরও। তাদের দলে রয়েছেন সুনীল নারাইন, পিযুষ চাওলা ও কুলদীপ যাদবের মতো স্পিনার। চিপকের টার্নারে কোন দল স্পিনারদের সবচেয়ে ভালো সামলাতে পারবে, তার ওপরই ম্যাচের ফলাফল নির্ভর করবে বলে মনে করা হচ্ছে।
কেকেআরের আন্দ্রে রাসেলের তাণ্ডব থামাতে সিএসকে অধিনায়ক ধোনি নিশ্চিতভাবেই ছক কষে রেখেছেন। কারণ, এবারের আইপিএলে তাঁর রুদ্ধশ্বাস ব্যাটিং ভর করে প্রায় হেরে যাওয়া ম্যাচ জিতে ফিরেছে নাইট ব্রিগেড।
সুনীল নারাইন ও ক্রিস লিনের ওপেনিং জুটি বেশ ছন্দে রয়েছে। এরপর মিডল অর্ডারে রবিন উত্থাপ্পা, নীতীশ রানা ও শুভমান গিলের মতো ব্যাটসম্যানরা ফর্মেই রয়েছেন।
চোট পাওয়া ডোয়েন ব্র্যাভোর জায়গায় দলে চেন্নাই ফিরিয়েছে ফাফ ডুপ্লেসিসকে। এতে গত ম্যাচে বেশ ভালো ফল পেয়েছিল চেন্নাই। ৩৮ বলে ৫৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এছাড়াও সুরেশ রায়না ও কেদার যাদবের দিকেও রানের জন্য তাকিয়ে থাকবে চেন্নাই। এরপর রয়েছেন স্বয়ং ধোনি।
কাজেই এ দিনের ম্যাচে লড়াই যথেষ্ট টানটান হবে বলেই মনে করা হচ্ছে।
রাত আটটায় শুরু ম্যাচ। টেলিভিশনে দেখা যাবে স্টারস্পোর্টস নেটওয়ার্কে। লাইভ স্ট্রিমিং দেখা যাবে হটস্টার-এ।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement