ইডেনে কেকেআরেরে ‘মরণকামড়’, শুভমানের ক্লাসিক ব্যাটিং, রাসেলের ছক্কা বৃষ্টি, মুম্বইয়ের টার্গেট ২৩৩
লিন করেন ৫৪। আর ৭৬ রানের ইনিংস খেলেন শুভমান। শত সমালোচনার পর এদিন টপ অর্ডারে আসেন রাসেল। তাঁকেও দেখা যায় বিধ্বংসী মেজাজে। ছক্কা বৃষ্টিতে ইডেন মাতিয়ে দেন ক্যারিবিয়ান তারকা। ৮ ছক্কার সুবাদে রাসেল পৌঁছে যান ৮০ রানে। ওদিকে নাইটদের রানের চাকা গড়াতে গড়াতে পৌঁছয় ২৩২ রানে।

কলকাতা: হারলে এবারের মতো একেবারে বিদায় নেবে কেকেআর। আইপিএল জয় তো দূর, শেষ চারে যাওয়ারও কোন সুযোগ অবশিষ্ট থাকবে না। আর জিতলে একটা ক্ষীণ সুযোগ থাকবে, সেটাও রান রেট ও অন্যান্য দলগুলোর হারা জেতার নিরিখে। রানরেট কাটাকুটির ব্যাপারও থাকবে। অন্যদিকে মুম্বই জিতলে ১৬ পয়েন্ট নিয়ে শেষ চারের টিকিট পাকা করবে রোহিতরা। চেন্নাই, দিল্লির পর তাঁরা হবে তৃতীয় দল। এমন অবস্থায় মুম্বই ইন্ডিয়ানস ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের কাছে কার্যত ডু অর ডাই। তাই জিততে মরিয়া নাইট শিবির। বিশেষ করে রাসেল।
শনিবারই জানিয়েছিলেন, মুম্বই ইন্ডিয়ানসকে হারাতে সর্বতভাবে চেষ্টা করবেন। কোনও ত্রুটি রাখবেন না। ৭ ম্যাচ হারার পর দলের আত্মবিশ্বাস যখন তলানিতে তখন অভয়বাণী শুনিয়েছেন জামাইকান তারকা। বোধহয় তারই সুফল পেল কেকেআর।
#KKR - 232/2, 20 Overs
HIGHEST TOTAL OF THE SEASON! THIS IS JUST FABULOUS HITTING!#KKRvMI #VIVOIPL #IPL #KKRHaiTaiyaar — KolkataKnightRiders (@KKRiders) April 28, 2019
টসে জিতে প্রথম বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত। সেটাই যেন শাপে বর হল নাইটদের। এদিন ক্রিস লিনের সঙ্গে ওপেন করতে আসেন শুভমান গিল। ২ ওপেনরাই ঝলসে ওঠেন। বুমরাহ, হার্দিক, মালিঙ্গা কেউই রেহাই পাননি। লিন করেন ৫৪। আর ৭৬ রানের ইনিংস খেলেন শুভমান। শত সমালোচনার পর এদিন টপ অর্ডারে পাঠানো হয় রাসেলকে। তাঁকেও দেখা যায় বিধ্বংসী মেজাজে। ছক্কা বৃষ্টিতে ইডেন মাতিয়ে দেন ক্যারিবিয়ান তারকা। ৮ ছক্কার সুবাদে রাসেল পৌঁছে যান ৮০ রানে। ওদিকে নাইটদের রানের চাকা গড়াতে গড়াতে পৌঁছয় ২৩২ রানে।






















