এক্সপ্লোর
Advertisement
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ফাইনালে মানসিক দিক থেকে এগিয়ে থাকবে মুম্বই ইন্ডিয়ান্স, বলছেন রোহিত শর্মা
আজ আইপিএলের ফাইনালে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত তিনবার টক্কর হয়েছে দুই দলের। লিগ পর্বের প্রথম ম্যাচে মুম্বই দিল্লিকে পাঁচ উইকেটে হারিয়েছিল। লিগ পর্বের দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটে জিতেছিল রোহিত শর্মার দল।
দুবাই: আজ আইপিএলের ফাইনালে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত তিনবার টক্কর হয়েছে দুই দলের। লিগ পর্বের প্রথম ম্যাচে মুম্বই দিল্লিকে পাঁচ উইকেটে হারিয়েছিল। লিগ পর্বের দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটে জিতেছিল রোহিত শর্মার দল। এরপর কোয়ালিফায়ার ১-এও জয়ের ধারা অব্যাহত রেখেছিল মুম্বই ইন্ডিয়ান্স। ওই ম্যাচে ৫৭ রানে দিল্লিকে হারিয়ে ফাইনালে পৌঁছেছিল মুম্বই।
ফাইনালের আগে অবশ্য সতর্ক মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলেছেন, আগের ম্যাচগুলি নিয়ে ভেবে কোনও লাভ নেই। রোহিতের কথায়, দিল্লির বিরুদ্ধে ম্যাচে মানসিকভাবে আমরা এগিয়ে থাকব। কিন্তু জানি যে আইপিএলে প্রত্যেকটা দিনই নতুন। ম্যাচে নতুন ধরনের চাপের মুখোমুখি হতে হয়।
রোহিত আরও বলেছেন যে, গত তিনটি ম্যাচে জেতায় দলের আত্মবিশ্বাস বাড়বে। তিনি বলেছেন, সত্যি কথা বলতে কী, গত ম্যাচগুলিতে কী হয়েছিল, তা নিয়ে বেশি মাথা ঘামিয়ে লাভ নেই। আমাদের ভাবতে হবে যে, প্রতিপক্ষ নতুন দল এবং তাদের বিরুদ্ধে নতুন রণকৌশলে খেলতে হবে। আমরা ওদের হারিয়েছি। আবারও তা করতে পারি।
রোহিত ফাইনালে দলে পরিবর্তনেরও ইঙ্গিত দিয়েছেন। তিনি জানিয়েছেন, ট্রেন্ট বোল্ট সম্পূর্ণ ফিট। দিল্লি বাঁহাতি ব্যাটসম্যানদের কথা মাথায় রেখে জয়ন্ত যাদবের ওপর আস্থা রাখতে পারে দল।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ক্রিকেট
Advertisement