এক্সপ্লোর
Advertisement
প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার পর আর সাফল্য পায়নি রাজস্থান, দুর্দান্ত রেকর্ড চেন্নাইয়ের, আজ মস্তিষ্কের লড়াই ধোনি-স্মিথের
২০১৩ সালের আইপিএল-এ স্পট-ফিক্সিংকাণ্ডে এই দুই দলেরই নাম জড়ায়। ফলে দুই দল ২০১৬ ও ২০১৭ সালের আইপিএল-এ নির্বাসিত হয়।
শারজা: আইপিএল-এ আজ রাজায়-রাজায় যুদ্ধ। শারজায় আজ টি-২০ যুদ্ধে নামছে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে স্টিভ স্মিথের মস্তিষ্কের লড়াই। এই দুই দলের লড়াই বেশ পুরনো। ২০০৮ সালে প্রথমবারের আইপিএল-এর ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান। তবে তারপর আর চ্যাম্পিয়ন হতে পারেনি তারা। বরং ধোনির দল দুর্দান্ত সাফল্য পেয়েছে। তিনবার চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই। শুধু তা-ই নয়, প্রতিবারই নক-আউট পর্যায়ে পৌঁছেছে তারা। রাজস্থান এতটা ধারাবাহিকতা দেখাতে পারেনি।
চেন্নাই ও রাজস্থানের মধ্যে অবশ্য মিলও আছে। ২০১৩ সালের আইপিএল-এ স্পট-ফিক্সিংকাণ্ডে এই দুই দলেরই নাম জড়ায়। ফলে দুই দল ২০১৬ ও ২০১৭ সালের আইপিএল-এ নির্বাসিত হয়। নির্বাসন পর্বের পর ফিরে এসে সাফল্য পেয়েছে চেন্নাই। তবে রাজস্থান সেরকম সাফল্য পায়নি। ২০১৮ সালে চেন্নাই চ্যাম্পিয়ন হয়। সেবার রাজস্থান এলিমিনেটর থেকেই বিদায় নেয়। গত মরসুমে ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে এক রানে হেরে যায় চেন্নাই। রাজস্থান সেখানে সপ্তম স্থানে শেষ করে। আইপিএল-এ এখনও পর্যন্ত ২১ বার মুখোমুখি হয়েছে রাজস্থান ও চেন্নাই। তার মধ্যে ১৪টি ম্যাচ জিতেছে চেন্নাই এবং সাতটি ম্যাচ জিতেছে রাজস্থান। দু’দলের শেষ পাঁচটি সাক্ষাৎকারের মধ্যে চারটি ম্যাচই জিতেছে চেন্নাই।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
বিনোদনের
Advertisement