এক্সপ্লোর
Advertisement
ভারতীয় ক্রিকেটের পরবর্তী তারকা হয়ে উঠতে পারেন কেকেআরের এই তরুণ ক্রিকেটার, এমনটাই মনে করেন গাওস্কর
ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বলেছেন, ২১ বছরের এই ব্যাটসম্যানের ওপর আস্থা রাখলে তিনি তাঁর নিজের প্রতিভা অনুযায়ী খেলতে এবং কেকেআরের হয়ে ধারাবাহিকভাবে রান করার ক্ষমতা রাখেন।
নয়াদিল্লি: এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে তরুণ ক্রিকেটার শুভমান গিল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন বলে মনে করা হচ্ছে। ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং কিংবদন্তী সুনীল গাওস্কর শুভমনের উচ্ছ্বসিত প্রশংসা করলেন। তিনি বলেছেন, ভারতের পরবর্তী বড় তারকা হয়ে ওঠার সমস্ত ধরনের সম্ভাবনা শুভমানের মধ্যে রয়েছে। গাওস্কর বলেছেন, পরবর্তী বড় তারকা কে হতে পারেন, এই প্রশ্নের জবাব জানতে চাইলে অন্যান্য ক্রিকেটারের মুখেও কলকাতা নাইট রাইডার্সের এই উদীয়মান ক্রিকেটারের নাম শোনা যেতে পারে।
ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বলেছেন, ২১ বছরের এই ব্যাটসম্যানের ওপর আস্থা রাখলে তিনি তাঁর নিজের প্রতিভা অনুযায়ী খেলতে এবং কেকেআরের হয়ে ধারাবাহিকভাবে রান করার ক্ষমতা রাখেন।
গাওস্কর বলেছেন, কেকেআর যদি শুভমানের ওপর পর্যাপ্ত আস্থা রাখে এবং ওকে বলে যে, ও প্রত্যেক ম্যাচেই খেলবে ও ওপেন করবে, তাহলে ও নিজের দক্ষতা প্রমাণ করতে পারে। ও দুরন্ত ক্রিকেটার। আর পাঁচটা ভারতীয় ক্রিকেটারকে জিজ্ঞাসা করলে, প্রত্যেকেই পরবর্তী তারকা হিসেবে শুভমানের নামই করবে। এখন ওর সামনে নিজেকে প্রমাণ করার দারুণ একটা সুযোগ রয়েছে ওর সামনে।
গাওস্কর মনে করেন, নাইট রাইডার্স খুবই বিপজ্জনক দল এবং এবারের আইপিএলে খেতাব জয়ের অন্যতম দাবিদার। তিনি বলেছেন, কেকেআরে তারুণ্য ও অভিজ্ঞতার দারুণ ভারসাম্য রয়েছে। দলের বোলিং অ্যাটাক খুবই শক্তিশালী, দলের সাফল্যের ক্ষেত্রে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গাওস্কর বলেছেন, নাইট ব্রিগেড খুবই শক্তিশালী এবং ওদের বোলিং অ্যাটাকও বেশ ধারালো। কেকেআর খুবই বিপজ্জনক দল এবং এবারের আইপিএল ট্রফি জয়ের অন্যতম দাবিদার। ২০১৪-তেও টুর্নামেন্টের প্রথম পর্ব সংযুক্ত আরব আমিরশাহীতে হয়েছিল এবং কেকেআর চ্যাম্পিয়ন হয়েছিল। এবারও ওদের দলে বেশ ভালো ভারসাম্য রয়েছে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছে। সেই দলের সদস্য নারাইন নাইট শিবিরে যোগ দিয়েছেন। ফলে দলের আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement